বাংলা নিউজ > বায়োস্কোপ > Mahalaya 2024: চেনা ‘মহিষাসুরমর্দ্দিনী’ এবার নতুন মোড়কে! অন্যরূপে ধরা দেবে এই আগমনী অনুষ্ঠান

Mahalaya 2024: চেনা ‘মহিষাসুরমর্দ্দিনী’ এবার নতুন মোড়কে! অন্যরূপে ধরা দেবে এই আগমনী অনুষ্ঠান

প্রতীকী ছবি

সময়ের সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্ত্রোত্রপাঠকে বিভিন্ন মাধ্যমে নানা আঙ্গিকে পরিবেশন করা হয়। আর এবার এই ‘মহিষাসুরমর্দ্দিনী’ অনুষ্ঠানকে দর্শকের কাছে একটু অন্যরকম ভাবে পরিবেশনা করার যৌথ উদ্যোগ নিয়েছে জিও সিনেমা বাংলা এবং কালার্স বাংলা।

পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর পুজো মানেই সাদা কাশফুল, পেজা তুলোর মতো মেঘ, নীল আকাশ আর মহালয়ার ভোর। রাত পোহালেই মহালয়া। আর মহালয়ার ভোর মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদার্ত কন্ঠে ‘মহিষাসুরমর্দিনী’। এই ‘মহিষাসুরমর্দিনী’ না শোনা হলে বাঙালির শারদীয়া শুরুই হয় না। ১৯৩১ সালে আকাশবাণীতে প্রথম সম্প্রচারিত হয় ‘মহিষাসুরমর্দ্দিনী’। এতটা সময় পেরিয়ে গেলেও এখনও এই বেতার অনুষ্ঠান বাঙালির কাছে সমানভাবে জনপ্রিয়।

সময়ের সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্ত্রোত্রপাঠকে বিভিন্ন মাধ্যমে নানা আঙ্গিকে পরিবেশন করা হয়। আর এবার এই ‘মহিষাসুরমর্দ্দিনী’ অনুষ্ঠানকে দর্শকের কাছে একটু অন্যরকম ভাবে পরিবেশনা করার যৌথ উদ্যোগ নিয়েছে জিও সিনেমা বাংলা এবং কালার্স বাংলা।

‘মহিষাসুরমর্দ্দিনী’ অনুষ্ঠানে সাধারণ ভাবে ‘শ্রীশ্রীচণ্ডী’র সংস্কৃত শ্লোক শোনেন শ্রোতারা। কিন্তু তার যে অর্থ তা অনেকেই কাছেই অধরা হয়ে থেকে যায়। সেই কথা মাথায় রেখেই এবার উদ্যোক্তারা নতুন ভাবে এই অনুষ্ঠানকে আনছেন। ‘মহিষাসুরমর্দ্দিনী’র মূল সংস্কৃত শ্লোকের সহজ বাংলা ব্যখ্যা ফুটে উঠবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এই বিশেষ আগমনী অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘মহিষাসুরমর্দিনী ২০২৪’। এই অনুষ্ঠানের ট্যাগ লাইন ‘সেই কণ্ঠ, সেই মন্ত্র আধুনিক মেজাজে, মহালয়ার ভোরে’।

চ্যানেল কর্তাদের দাবি, এই আঙ্গিকে যদি শ্লোক নতুন প্রজন্মের দর্শকদের কাছে তুলে ধরা যায়, তাহলে তা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। ফলে মূল অনুষ্ঠানের পাশাপাশি দর্শক এই সংস্কৃত শ্লোকের অর্থও সহজেই বুঝতে পারবেন। কালার্স বাংলা এবং কালার্স বাংলা সিনেমার বিজনেস হেড বিবেক মোদীর মতে, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা বাংলার ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র স্থাপন করতে চাইছি।’ মহালয়ার দিন অর্থাৎ বুধবার এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ভোর ৪টের সময়।

প্রসঙ্গত, জনপ্রিয় চ্যানেল জি বাংলায় ‘মহিষাসুরমর্দিনী’ রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাছাড়াও জি বাংলার অন্যান্য ধারাবাহিকের অভিনেত্রীদেরও দেবীর এক একটি রূপে দেখতে পাবেন দর্শকেরা। এবার তাঁরা দেবীর নয়টি রূপ তুলে ধরবে তাঁদের মহিষাসুরমর্দিনীতে। অন্যদিকে, আরও এক জনপ্রিয় চ্যানেল স্টার জলসায় এবার 'মহিষাসুরমর্দিনী'-এর বেশে হাজির হবে কোয়েল মল্লিক। এই প্রভাতী অনুষ্ঠানের নাম রাখা হয়েছে 'রণংদেহী'। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে দেবীর অন্যান্য রূপে দেখা যাবে সন্দীপ্তা সেন, মধুমিতা সরকার সহ স্টার জলসার নানা মেগার অভিনেত্রীদের। তাঁরা দেবীর এক এক রূপে হাজির হবেন পর্দায়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রবিবারেও কমলো আলিয়ার ছবির আয়! ৩ দিনের মাথায় কী অবস্থা 'ভিকি বিদ্যা'-'জিগরা'র? ২৩ বছরের বাচ্চার কাছেই হারলেন জকোভিচ!পরে বললেন, ‘এখানেই শেষ নয়,আগমী বছরেও ফিরব’… আজ সাগরে তৈরি হবে নিম্নচাপ, লক্ষ্মীপুজো থেকে ফের টানা বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে করিম লালা থেকে দাউদ, বাবা সিদ্দিকির মৃত্যুতে চর্চায় বলিউডের আন্ডারওয়ার্ল্ড যোগ মেরুদন্ডের নিচের অংশে অস্ত্রোপচার! বর্ডার গাভাসকর ট্রফিতে নেই অজি অলরাউন্ডার… মাঝে মাঝে মিডিয়ায় বেলাইনে কথা বলে ফেলছে, এতে দোষ নেই, কিঞ্জলরা আসলে…: অরিত্র এই একাদশীতে হয় স্বয়ং পদ্মনাভের পুজো, জেনে নিন পাপঙ্কুশা একাদশীর গুরুত্ব ৬ বছর পর জম্মু-কাশ্মীর থেকে প্রত্যহার রাষ্ট্রপতি শাসন, সরকার গঠনের পথে ওমর ‘খারাপ দেখেছি, কিন্তু এত খারাপ পাকিস্তান আগে কখনও দেখেনি’! মাসুদকে তুলোধনা ভনের… DA মামলার ১৪তম শুনানিতে… বড় দাবি রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের সাধারণ সম্পাদকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.