সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে কত লোকে কত কীই না করেন! এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিকি কৌশলের ‘ব্যাড নিউজ’ ছবির 'তবা তবা' নাচ। আর সেটাই নকল করে নাচতে গিয়েছিলেন এক তরুণী। তাই বলে সেটা ব্যস্ত রাস্তায়! বুঝন কাণ্ড…
ঠিক কী ঘটেছে?
মেইন রোড, সেখান দিয়ে বাস-লরি সবই চলছে। সেই রাস্তার একদম পাশেই দাঁড়িয়ে লাল শাড়ি পরে, আর মাথায় খোঁপা বেঁধে 'তবা তবা' গানের সঙ্গে তুমুল নাচতে শুরু করেন এক তরুণী। আর তাতেই পা পিছলে পপাত ধরণীতলে ওই তরুণী। এদিকে ঠিক তখনই পিছন দিক দিয়ে আসছিল একটা বড় বাস। আরেকটু হলে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। তবে নাহ, বাস সেখানে পৌঁছানোর আগেই রাস্তা থেকে উঠে পড়েছিলেন সেই তরুণী। তাই বড় কোনও অঘটন ঘটেনি। 'মোনা ডান্স' নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেই ভিডিয়োটি।
এই ভিডিয়োর নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘বাস যদি আপনার উপর দিয়ে চলে যেত, তাহলে একেবারেই তবা তবা হয়ে যেত।’ কারোর মন্তব্য, ‘আরেকটু বলেই তো বাসটা চাপা দিয়ে দিত।’ কারোর সাবধান বাণী, ‘কত বড় বিপদ ঘটে যেতে পারত, ভাবতে পারছেন!’ কারোর মন্তব্য, ‘বাস তো পিষে দিয়ে যেত…’।
প্রসঙ্গত গত মাসেই মুক্তি পেয়েছে ভিকি কৌশল-তৃপ্তি দিমরির ব্যাড নিউজ ছবিটি। ছবির 'তবা তবা' গানে ভিকির পারফরম্যান্স বহু আগেই ভাইরাল। তারপর ভিকি-তৃপ্তির নাচের সেই ধরণ নকল করে অনেকেই নেচে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছিলেন। আর সেই দলেই নাম লেখাতে গিয়েছিলেন এই তরুণীও। তবে নাচতে গিয়ে এমন হাল যে হবে, তা হয়ত তিনিও বোঝেননি।
তবে এদিন নাচতে নাচতে পড়ে গেলেও পরিস্থিতি সামলে নিয়েছেন ওই তরুণী। তবে ভিডিয়ো ঠিক কোথা থেকে তোলা হয়েছে তা স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, ওই তরুণীর নাম শ্রীলেখা পাল, তবে তিনি যে এরাজ্যেরই কোনও এক অংশের বাসিন্দা, তা তাঁর সোশ্যাল মিডিয়য়া নজর রাখলেই বোঝা যায়।