অল্লু অর্জুনের সিনেমা 'পুষ্পা-২'-এর প্রিমিয়ার শো চলাকালীন হায়দরাবাদের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে একজন ৩৫ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে এবং তাঁর ৯ বছরের ছেলে গুরুতর আহত হয়েছে। বুধবার রাতের দিকে ঘটনাটি ঘটে। যখন রাত সাড়ে ৯টার শো-র জন্য প্রচুর ভিড় হয়। জানা গিয়েছে যে, বাচ্চাটিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে খবর, অল্লু অর্জুন এবং সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ প্রেক্ষাগৃহে এসেছিলেন। ‘দুই ঘন্টা আগে পর্যন্ত তাদের আগমনের কোনও তথ্য ছিল না এবং তাই কোনও ব্যবস্থাও করা হয়নি। থিয়েটার থেকে বেরিয়ে যাওয়ার সময় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিল, আর তখন পদদলিত হয়ে মারা যান ওই মহিলা’, চিক্কদপল্লী পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।
চিক্কাপাদপল্লীর এসিপি এল. রমেশ কুমার আরও জানিয়েছেন, থিয়েটারে এত বেশি লোক হয়ে গিয়েছিল যে শ্বাস নেওয়া যাচ্ছিল না। মানুষ দমবন্ধ অবস্থায় বেরিয়ে আসছিল। ‘কেউ ওই মহিলাকে সিপিআরে সাহায্য করেনি, ফলত সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়’। থিয়েটারের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এই ঘটনার পরেও, সেখানে ভিড় নিয়ন্ত্রণ করতে হিমশিম খায় স্থানীয় পুলিশ। গভীর রাত অবধি গোটা এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন রাখা হয়েছিল। এখনো পুষ্পা ২ টিমের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন: ভবানী পাঠক প্রসেনজিৎকে এক চুল জমি ছাড়লেন না শ্রাবন্তী! ‘দেবী চৌধুরানী’র পোস্টারে বড় চমক, কবে মুক্তি সিনেমার
বুধবার রাতে আকাশছোঁয়া দাম ছিল পুষ্পা ২-এর টিকিটের। দক্ষিণের কিছু থিয়েটারে তা ৯৪৪ টাকা পর্যন্ত দাম ছিল বলে জানা যাচ্ছে। বুক মাই শো জানিয়েছে ১ মিলিয়ন টিকিট বিক্রি হয়ে যাবে সবচেয়ে জলদি এই সিনেমার, যা ভেঙে দেবে এতদিনের কল্কি ২৮৯৮ এডি, বাহুবলী ২ এবং কেজিএফ ২-এর রেকর্ড।
আরও পড়ুন: একা ইমন নন, অস্কার ২০২৫-এর দৌড়ে এবার বাংলা থেকে মোট ৫জন! কার তাঁরা?
প্রথম দিনে ভারতের বাজারেই ৬০-৭০ কোটি ব্যবসা করতে পারে মনে করছে বানিজ্য বিশ্লেষকরা।