বাংলা নিউজ > বায়োস্কোপ > বড় সাংবাদিকদের ছেড়ে স্কুল পড়ুয়াকে সাক্ষাৎকার, শাহরুখ মন জয় করল টুইটারিয়ানদের

বড় সাংবাদিকদের ছেড়ে স্কুল পড়ুয়াকে সাক্ষাৎকার, শাহরুখ মন জয় করল টুইটারিয়ানদের

শাহরুখ খানের ব্যবহার মন কাড়ল সকলের। 

স্কুলে থাকতে বন্ধুর সঙ্গে মিলে সাক্ষাৎকার নিয়েছিলেন শাহরুখ খানের। পুরনো সেই স্মৃতি শেয়ার করে নিয়েছেন এক টুইটার ব্যবহারকারী। 

আনন্দের সপ্তম স্বর্গে রয়েছেন শাহরুখ খানের ভক্তরা। কারণ ৪ বছর পর কিং খানের কোনও ছবি এসেছে বড় পরদায়। আর তা দুর্দান্ত হিট। বলা ভালো রেকর্ড ব্রেকিং সাফল্য পেয়েছে পাঠান। এতটা প্রত্যাশাও করেননি চলচ্চিত্র বিশ্লেষকরা। এরইমধ্যে কিং খানের এক ভক্ত টুইটারে শেয়ার করে নিয়েছেন শাহরুখকে নিয়ে একটি মন ছুঁয়ে যাওয়া ঘটনা। 

টুইটার ব্যবহারকারী রুদ্রাণী একটি পুরনো পোস্ট পুণরায় শেয়ার করে নিয়েছেন। যা তিনি ২০২১ সালে টুইট করেছিলেন। এবারে তিনি লিখলেন, ‘পাঠান যখন এখন বক্স অফিসে গর্জে উঠছে, সময় ওঁর সঙ্গে দেখা করার পুরনো স্মৃতি রোমন্থনের। যখন আমি ছোট ছিলাম তখন দেখা হয়েছিল। তিনি একজন সদয় ও পরিণত মানুষ হয়ে উঠেছেন। ওয়েলকাম ব্যাক @আইঅ্যামএসআরকে।’ আরও পড়ুন: বক্স অফিসে ঝড় শাহরুখের পাঠানের, পঞ্চম দিনেই পেরোল ২৫০ কোটির গণ্ডি!

পড়ুয়া-পরিচালিত এক সংবাদপত্রের জন্য সাক্ষাৎকার নিতে তিনি এবং তাঁর বন্ধু গিয়েছিলেন শাহরুখের সাক্ষাৎকার নিতে। ‘পার্ক হোটেল তখন ভরা ছিল সাংবাদিকে। আমরা দুই স্কুল পড়ুয়া কোনও ক্ষমতা ছাড়া। অনেকেই আমাদের মুখের দিকে তাকিয়ে প্রকাশ্যে হেসেছিল সেদিন। কিন্তু আমাদের হারানোর মতো কিছু ছিল না।’ ইন্দ্রাণী এরপর বিস্তারে লেখেন শাহরুখ শুধু তাঁদের সঙ্গে দেখাই করেননি, ৪৫ মিনিট মতো সময় ধরে কথাও বলেন। টুইটার থ্রেডে যোগ করেছেন, ‘এসআরকে সেই সাক্ষাৎকার জুড়ে নম্র, মৃদুভাষী এবং মজার ছিলেন।’ আরও পড়ুন: ‘কোনটা অরিজিৎ… এআর রহমান গাইতেই পারে না!’, ভাইরাল অভিজিতের পুরনো সাক্ষাৎকার

২৫ তারিখ মুক্তি পেয়েছে শাহরুখ খানের পাঠান। ইতিমধ্যেই তা ২৫০ কোটি ঘরে তুলে ফেলেছে পাঁচ দিনে। বিশ্ববাজারে আয়ের অঙ্ক ৫০০ কোটির কাছাকাছি। সব ঠিক থাকলে সবচেয়ে বেশি উপার্জনকারী বলিউড ছবি হয়ে উঠবে এটি কদিনের মধ্যেই। আপাতত শাহরুখের হাতে রয়েছে ডাঙ্কি আর জাওয়ান। দুটি ছবিই মুক্তি পাওয়ার কথা চলতি বছরেই। 

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন