শেষ লগ্নে এসে পৌঁছেছে এবারের আইপিএল। সেখানেই কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনই সেই রুদ্ধশ্বাস ম্যাচ নিয়ে হইচইয়ের অন্ত ছিল না। এবার এক যুবতীর নাচ নজর কাড়ল সবার।
আরও পড়ুন: হিট স্ট্রোক হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন শাহরুখ, খবর পেতেই ছুটে এলেন স্ত্রী গৌরী, বাদ গেলেন না বন্ধু জুহিও
চেন্নাই সুপার কিংস Vs রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের ভাইরাল ভিডিয়ো
১৮ মে যখন চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে যখন চেন্নাইয়ের হাত থেকে ধীরে ধীরে ম্যাচ বেরোচ্ছে এবং মাঠে তাঁরা যখন ব্যাটিং করছেন তখনই নেচে তাক লাগালেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই সমর্থক। সেনোরিটা গানে তিনি নাচেন এদিন। তাঁর সঙ্গে যোগ দেন আরও একটি মেয়ে।
আরও পড়ুন: সত্যিই সন্তান আসছে ক্যাটরিনা-ভিকির সংসারে? জল্পনার মাঝে মুখ খুললেন অভিনেত্রীর প্রতিনিধি
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'মেয়েটির পিছনে বসা চেন্নাই সুপার কিংসের ভক্তরা কাঁদো কাঁদো মুখে বসে। আহারে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'একবার নয়। একাধিকবার দেখিয়েছে মেয়েটিকে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'উফ! চোখ ফেরানো হচ্ছে না।'
আরও পড়ুন: ৩ - এ পা ছেলের, ছোট্ট দেবায়নকে শুভেচ্ছা জানিয়ে শ্রেয়া লিখলেন, ‘আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ’
এদিন এই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফে উঠে আসে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২২ মে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেই ম্যাচে রাজস্থানের কাছে পরাজিত হয়েছে বেঙ্গালুরু। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কলকাতা নাইট রাইডার্স।