Women Centric Films 2023: বলিউডে একাধিক নারীকেন্দ্রিক ছবি তৈরি হয়েছে। যেগুলি মুক্তির অপেক্ষায়। অনুষ্কার ‘চাকদা এক্সপ্রেস’ থেকে তাপসীর ‘ধক ধক’, তালিকায় রয়েছে আর কোন কোন ছবি-
1/6২০২৩ সালে এমন কিছু ছবি মুক্তির অপেক্ষায় যেগুলি নারীকেন্দ্রিক। চলুন দেখে নেওয়া যাক এই বছর মুক্তি পাবে যে নারীকেন্দ্রিক ছবিগুলি-
2/6রুপোলি পর্দায় ফিরছেন রানি মুখোপাধ্যায়। ছবির নাম ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’। ছবিটি নরওয়েতে বসবাসকারী একজন ভারতীয় মহিলার গল্প নিয়ে। নিজের সন্তানদের হেফাজতে পাওয়া নিয়ে তাঁর লড়াই। এই বছরই ওটিটিতে মুক্তি পাবে ছবিটি।
3/6টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ও মুক্তি পাবে এই বছর। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা।
4/6‘হ্যাপি টিচার্স ডে’-ও মুক্তি পাবে এই বছরই। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিমরত কৌর এবং রাধিকা মদন। নারীরা যেসব চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করে, ছবিতে প্রধানত তা-ই দেখানো হয়েছে।
5/6তাপসী পান্নু অভিনীত ছবি ‘ধক ধক’-ও এই বছরই মুক্তি পাবে। ছবিটি চার মহিলা বাইকারকে নিয়ে তৈরি।
6/6স্বরা ভাস্করের ছবি 'মিসেস ফালানি'-ও নারী চরিত্রকে কেন্দ্র করে। মুখ্য চরিত্রে রয়েছেন স্বরা ভাস্কর নিজেই। ছবিতে ৯টি ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।