বৃহস্পতিবার ভোরবেলা নবাব পুত্রের বাড়িতে ডাকাত হানা দেয়। মধ্যরাতে তখন ঘুমের দেশে ছিলেন সকলেই। জেহর ন্যানির চোখে প্রথমে পড়ে ঘটনাটি, তিনি চিৎকার করতেই ছুটে আসেন সইফ। কিছুক্ষণ প্রাথমিক ধস্তাধস্তির পর অভিনেতার শিরদাঁড়ায় বেশ কয়েকবার ছুড়ির কোপ দেয় ওই ব্যক্তি।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে। তড়িঘড়ি অপারেশনের ব্যবস্থা করা হয়। আপাতত অভিনেতাকে রাখা হয়েছে আইসিউতে। আজ সারাদিন চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকবেন তিনি। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই লীলাবতীর হাসপাতালের বাইরে ভিড় করতে দেখা যায় বহু ভক্তদের। এর মধ্যে এক মহিলা এবং ছোট্ট একটি মেয়েকে দেখা যায় ‘হাম তুম’ সিনেমার পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে।
আরও পড়ুন: সইফ কাণ্ডের পর শাহরুখ-সলমনকে নিয়ে ভয় পাচ্ছেন মমতা! বললেন, 'ওঁদেরও প্রাণের ঝুঁকি আছে'
আরও পড়ুন: 'আদৌ বিয়ে করব কিনা….', চলতি বছরে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জল্পনা, একী বললেন ঋতাভরী
‘হাম তুম’ পোস্টার নিয়ে কেন তিনি দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা করায় ওই মহিলা বলেন, আমরা এই প্রেমের গল্প দেখেই বড় হয়েছি। বিশ্বাস করুন, যখন প্রেমের গল্প নিয়ে সিনেমা তৈরি হত তখন আমরা অনেক ভালো ছিলাম। এখন যে সমস্ত হানাহানির গল্প নিয়ে সিনেমা তৈরি হয়, তা একটুও ভালো লাগে না। এইসব গল্প দেখে মানুষের মনে আরও বেশি হিংসা তৈরি হচ্ছে।
ওই মহিলা আরও বলেন, বলিউড আমার কাছে একটি পরিবারের মতো। বলিউডের কোনও ব্যক্তির ক্ষতি হলে মনে হয় নিজের পরিবারের কারোর ক্ষতি হয়ে গেল। তবে এই হিংসাত্মক সিনেমা দেখেই মানুষ এত বেশি উগ্র হয়ে উঠেছে। আজ সইফ স্যারকে আঘাত করা হয়েছে কাল আমাকেও আঘাত করা হবে। মানুষের মধ্যে ভীষণ হিংসা ছড়িয়ে গেছে। এটা বন্ধ করা হোক।
আরও পড়ুন: চোরের মতো দেখছেন সিসিটিভি-কে! প্রকাশ্যে সইফকে আক্রমণ করা ব্যক্তির ছবি
প্রসঙ্গত, গোটা ঘটনাটি মুম্বই পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের, যেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখা গেছে। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটে গেল, তা নিয়ে বেশি চিন্তায় রয়েছেন সকলে।