কলকাতার আর জি কর ঘটনায় শুধু পশ্চিমবঙ্গে নয়, এর প্রভাব পড়েছে সারা দেশ জুড়ে। শিল্পী জগত থেকে সাহিত্য জগত, সর্বত্র এর প্রভাব পড়েছে। কলকাতা তো বটেই, মুম্বাই, দিল্লিতেও এর প্রভাব পড়েছে মারাত্মকভাবে। নারী নিরাপত্তা নিয়ে যখন সোশ্যাল মিডিয়া উত্তাল, তখন অবশেষে এই বিষয়ে মুখ খুললেন একতা কাপুর।
সম্প্রতি ‘দ্যা বাকিংহাম মার্ডারস’ সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টে এসেছিলেন প্রযোজক একতা কাপুর। একতার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিনা কাপুর খান। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে যখন কেউ একতাকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন তখন তিনি বলেন, ‘নারী নিরাপত্তা নিয়ে যে সমস্যা তা শুধুমাত্র ইন্ডাস্ট্রির সমস্যা নয়। এটি যে কোনও ফিল্ডের সমস্যা।’
(আরও পড়ুন: খাবার নেই, হাতি, জলহস্তী মেরে জনগণের মধ্যে মাংস বিলি করবে নামিবিয়া)
তিনি আরও বলেন, ‘নারী সুরক্ষার বিষয়টি আরও বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সব ক্ষেত্রে এখন নারীদের নেতৃত্ব দিতে হবে। যেমন ধরুন যদি একটি সিনেমা পরিচালনা করেন একজন নারী, প্রযোজনার আসনে যদি নারী থাকেন, তাহলে সেই সিনেমায় নির্দ্বিধায় অনেক নারীরা যোগদান করতে পারবেন। এতে নারীদের মন থেকে ভয় কাটবে তো বটেই, তাঁদের কর্মসংস্থান হবে বিপুল পরিমাণে।’
প্রসঙ্গত, আগামী ১৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্যা বাকিংহাম মার্ডারস’। হনশাল মেহেতা পরিচালিত এই সিনেমায় প্রযোজনার আসনে রয়েছেন একতা কাপুর, শোভা কাপুর এবং কারিনা কাপুর খান। সিনেমায় কারিনা কাপুর খান একজন ব্রিটিশ ভারতীয় গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন, যিনি একটি শিশুর খুনের মামলার দায়িত্ব পেয়েছেন।
(আরও পড়ুন: বাচ্চার জন্ম কীভাবে হয়েছে? মুম্বইয়ের প্রি স্কুলের আবেদনপত্র দেখে অবাক সকলে)
সিনেমায় করিনা কাপুর খান ছাড়াও অভিনয় করবেন বিখ্যাত শেফ রণবীর ভর। বলিউড ছাড়াও এই সিনেমায় হলিউডের নামিদামি অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করবেন। আগামী ১৩ সেপ্টেম্বর সারা দেশ জুড়ে মুক্তি পাবে এই সিনেমাটি। একদিকে কলকাতা যখন অভয়া কাণ্ডে তোলপাড়, ঠিক তখনই নারী প্রযোজিত এই সিনেমাটি কিছুটা হলেও মানুষের উপর প্রভাব ফেলবে।