ছেলেকে প্রকৃতি-মা সম্পর্কে শিক্ষা দিলেন শুভশ্রী। একসঙ্গে গাছ পুঁতলেন শুভশ্রী-ইউভান।
1/5অতিমারী পরিস্থিতি আরও বেশি করি মানুষকে বুঝতে শিখিয়েছে প্রকৃতির মর্ম। আজ, ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনে নিজের ৮ মাসের শিশুপুত্রকে নিয়ে গাছ পোঁতায় মন দিলেন শুভশ্রী। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদের দিলেন বিশেষ বার্তা।
2/5ছেলেকে প্রকৃতির সহজপাঠ দিতেই এই উদ্যোগ মাম্মা শুভশ্রীর। এদিন সহুজ রঙা রাতপোশাকে একদম মেকআপহীন লুকে পাওয়া গেল রাজ ঘরনিকে। হালকা হলুদ টি-শার্ট আর হাফ-প্যান্ট এবং টুপিতে পাওয়া গেল ইউভানকে। মায়ের গাছ লাগানো মন দিয়ে দেখতে ব্যস্ত সে।
3/5মায়ের কোলে চেপে হাত লাগানোর চেষ্টা করতেও দেখা গেল ইউভানকে। এই ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন- আসুন বিশ্ব পরিবেশ দিবসের এই দিনটায় আমরা সকলে শপথ নিই প্রকৃতি মা-কে রক্ষা করবার।
4/5শুভশ্রীর শেয়ার করা ছবির প্রেক্ষাপটই বলে দিচ্ছে হালিশহরের বাড়ির উঠোনে এই গাছের চারা লাগাতে ব্যস্ত তিনি। এখন সময় পেলেই শহরের কোলাহল থেকে দূরে হালিশহরের বাড়িতে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
5/5ছোট থেকেই প্রকৃতি সম্পর্কে ইউভানককে সচেতন করার শুভশ্রীর এই চেষ্টা দেখে আপ্লুত নেটিজেনরা। প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রীকে।