মা হতে চলেছেন অনিল-কন্যা সোনম কাপুর। আনন্দ আহুজা ও সোনমের কোল আলো করে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে একথা জানিয়েছেন দম্পতি। দাদু হবেন খবর শুনে খুশিতে আত্মহারা অভিনেতা অনিল কাপুর। নেটমাধ্যমে মেয়ে-জামাইয়ের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সোমবার সকলে স্বামী আনন্দ আহুজার সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন সোনম। স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে, বাম্প-সহ ছবি শেয়ার করেছেন তিনি। সোনমের পোস্টের পরই শুভেচ্ছায় ভাসছেন নায়িকা। তেমনি এ দিন টুইটারে মেয়ে-জামাইয়ের ছবি শেয়ার করে হবু দাদু লিখেছেন, ‘এবার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছি- দাদু। আমাদের জীবন আর আগের মতো থাকবে না। সোনম-আনন্দ তোমরা আমাদের খুশির পরিমাণ দ্বিগুণ করে দিয়েছো এমন সুখবর দিয়ে।’
এ দিন নেটমাধ্যমে ছবি পোস্ট করে সোনম কাপুর লিখেছেন, 'চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা তোমার প্রতিটা পদক্ষেপে একসঙ্গে চলবে। যারা তোমার পাশে থেকে তোমায় ভালোবাসা দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য তর সইছে না।’ ছবিতে দেখা গেল আনন্দের কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম। বোবি বাম্পের উপরে হাত রাখা দু'জনের। সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন #everydayphenomenal #comingthisfall2022।
আপাতত লন্ডনের নটিং হিল বাংলোতেই আনন্দের সঙ্গে রয়েছেন সোনম। ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। চলতি বছরই শেষের দিকে তাঁদের কোল আলো করে আসছে নতুন অতিথি।