লেখক, সাংবাদিক, সঞ্চালক ও চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দী প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। জানা গিয়েছে, নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রীতিশ নন্দী। বাবার মৃত্যু সংসার নিশ্চিত করেছেন পুত্র কুশান নন্দী। আরও পড়ুন-‘Sorry বেবি গার্ল’, আঙুল বাগিচার উপহার দেওয়ার পর জ্যাকলিনের কাছে ক্ষমা চাইলেন ‘প্রেমে পাগল’ সুকেশ
ভারতীয় সাহিত্যে অবদানের জন্য ১৯৭৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন প্রীতিশ নন্দী। মাত্র ২৬বছর বয়সে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন প্রয়াত ফিল্মমেকার।প্রখ্যাত কবি ও সাংবাদিক প্রীতিশ নন্দী পরবর্তী সময়ে তার মিডিয়া কোম্পানি প্রীতিশ নন্দী কমিউনিকেশনস চালু করেন। নব্বইয়ের দশকে দূরদর্শনে 'দ্য প্রীতিশ নন্দী শো'-ও সঞ্চালনা করেছিলেন প্রীতিশ নন্দী।
অভিনেতা অনুপম খের প্রয়াত প্রীতিশ নন্দীকে শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে অনুপম খের প্রীতিশ নন্দীকে তাঁর 'সাপোর্ট সিস্টেম' এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর প্রাথমিক বছরগুলিতে 'শক্তির দুর্দান্ত উত্স' হিসাবে স্মরণ করে নিলেন এদিন।
তিনি লেখেন, ‘প্রীতিশ নন্দী আমার সবচেয়ে প্রিয় ও ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। অসাধারণ কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং একজন সাহসী ও অনন্য সম্পাদক তথা সাংবাদিক! মুম্বইয়ে প্রথম দিনগুলিতে তিনি আমার সাপোর্ট সিস্টেম এবং শক্তির উৎস ছিলেন’।
স্মৃতির সাগরে ডুব দিয়ে অনুপম খের আরও লেখেন, ‘আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। আমার দেখা সবচেয়ে নির্ভীক মানুষদের মধ্যে তিনিও ছিলেন অন্যতম। সবসময় লার্জার দ্যান লাইফ। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। ইদানীং আমাদের প্রায়ই দেখা হতো না। কিন্তু একটা সময় ছিল যখন আমরা অবিচ্ছেদ্য ছিলাম!….তিনিই ছিলেন যন্ত্রণার আসল সংজ্ঞা! আমি তোমাকে এবং আমাদের একসাথে কাটানো সময়গুলি মিস করব বন্ধু। ভালো থেকো’।
আরও পড়ুন-হল না শেষ! বুধবার থেকে ফের চালু পুবের ময়নার শ্যুটিং, কী কারণে? ফাঁস করলেন গৌরব
১৯৫১ সালের ১৫ জানুয়ারি ভাগলপুরে জন্ম প্রীতিশ নন্দীর। তবে পড়াশোনার সূত্রে ছাত্রজীবন কেটেছে কলকাতায়। প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন প্রয়াত ফিল্মমেকার। রাজনীতির জগত থেকেও দূরে থাকেননি তিনি, ১৯৯৮ সালে রাজ্যসভায় শিবসেনার প্রতিনিধিত্ব করেন প্রীতিশ। দীর্ঘদিন সংগ্রাম করেছেন পশুদের অধিকার নিয়েও।
প্রীতিশ নন্দীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট মনোবিদ সুহেল শেঠও। সুর, কাঁটে, ঝংকার বিটস, চামেলি, হাজারো খাওয়াইশে এয়সি, প্যায়র কে সাইড এফেক্টসের মতো ছবি প্রযোজনা করেছেন প্রীতিশ নন্দী। সম্প্রত ফোর মোর শটস প্লিজ, মর্ডান লাভ মুম্বইয়ের মতো ওয়েব সিরিজ প্রযোজনা করেছে প্রয়াত ফিল্মমেকারের সংস্থা প্রীতিশ নন্দী কমিউনিকেশন।