আগের তুলনায় শারীরির অবস্থায় উন্নতি হয়েছে কবি জয় গোস্বামীর। দেহে অক্সিজেনের মাত্রা ৯৯ শতাংশ, এনআরবিএম থেকে ফেস মাস্কে রয়েছেন কবি। স্থিতিশীল শারীরিক অবস্থার কথা চিকিৎসকের মুখে শোনা মাত্রই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জয় গোস্বমীর ভক্তরা।
শুক্রবার কবির স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিয়ে চিকিৎসকেরা জানিয়েছেন, রক্তচাপ ৮৪/৭০, পালস রেটিং ১১০, রক্তে সুগারের মাত্রা ১৩৮। এখন প্রতি মিনিটে ৬ লিটার অক্সিজেন দিতে হচ্ছে। বুধবার এবং বৃহস্পতিবার এনআরবিএমে প্রতি মিনিটে ১০-১২ লিটার অক্সিজেন দিতে হচ্ছিল তাঁকে। পরে মাত্রা বাড়িয়ে ১৪ লিটার করা হয়। এরপর প্রতি মিনিটে ১৩ লিটার অক্সিজেন দিতে হচ্ছিল কবিকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন তাঁর দেহে অক্সিজেনের মাত্রা ৯৯ শতাংশ। শুক্রবার কবির শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেও, চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ রয়েছে জয় গোস্বামীর কো-মর্বিডিটি আছে সেই নিয়ে।
করোনায় আক্রান্ত হয়ে গত রবিবার থেকে হাসপাতালে ভরতি কবি জয় গোস্বামী। বেলেঘাটা আইডিতে তাঁকে ভরতি করা হয়। সোমবারই জানা যায়, কবিকে সিসিইউয়ে রাখা হয়েছে। দিন কয়েক ধরে অসুস্থ ছিলেন। কয়েক বার বমি করেন। পাশাপাশি পেটের সমস্যা চলছিল, গায়ে জ্বরও ছিল। এমন অবস্থায় তড়িঘড়ি তাঁকে বেলেঘাটা আইডিতে নিয়ে যায় পরিবার।