বাংলা নিউজ > বায়োস্কোপ > Roopa Ganguly: 'এই গল্প ভীষণরকম বাস্তবধর্মী', মেয়েবেলা বিতর্কে রূপাকে উত্তর লেখিকার

Roopa Ganguly: 'এই গল্প ভীষণরকম বাস্তবধর্মী', মেয়েবেলা বিতর্কে রূপাকে উত্তর লেখিকার

মেয়েবেলা বিতর্কে রূপাকে একহাত নিলেন লেখিকা

Roopa Ganguly: কয়েক মাস হল স্টার জলসায় শুরু হয়েছে মেয়েবেলা। এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছিল রূপা গঙ্গোপাধ্যায়কে। কিন্তু তিনি সদ্যই এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গিয়েছেন। আর সেটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এবার মুখ খুললেন এই ধারাবাহিকের গল্পের লেখক।

মাত্র কয়েক মাস আগেই শুরু হয়েছে মেয়েবেলা। অন্যধারার গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি। দর্শকদের ভালোও লাগছিল বেশ। যদিও এই ধারাবাহিকের ক্ষেত্রে মূল আকর্ষণ ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। ক'মাসেই তিনি বীথি মাসি হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। এই ধারাবাহিকের হাত ধরেই তিনি আট বছর পর ছোট পর্দায় ফিরে এসেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি এই সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তাঁর জায়গায় এখন ডোডোর মায়ের চরিত্রে দেখা যাচ্ছে অনুশ্রী দাসকে।

তিন মাসেই কী এমন হল যে রূপা গঙ্গোপাধ্যায় এই সিরিয়াল ছেড়ে দিলেন? অভিনেত্রী নিজে জানিয়েছেন যে এই ধারাবাহিকে যে অসভ্যতা দেখানো হচ্ছিল সেটা তিনি মেনে নিতে পারেননি। তিনি সরে গেলেও সিরিয়াল তো থেমে থাকবে না তাই তাঁর জায়গায় নেওয়া হয় অনুশ্রী দাসকে। যদিও এই ঘটনা এখনও অনেকেই মেনে নিতে পারছেন না। গোটা বিষয়টা ভীষণই আকস্মিক ঘটেছে বলে দাবি করেন খোদ এই গল্পের লেখক। তিনি আনন্দবাজারকে জানিয়েছেন এই সিরিয়ালের গল্প ভীষণ রকম বাস্তবসম্মত। বাস্তবের সঙ্গে মিল আছে এই ধারাবাহিকের গল্পে। যদিও রূপা গঙ্গোপাধ্যায় বলেছিলেন এই যুগে দাঁড়িয়ে এমন বস্তা পচা মনোভাব কারও কীভাবে হতে পারে? এই পুরনো ভাবনাচিন্তার গল্প কেউ কী করে লিখতে পারে বলেও প্রশ্ন তোলেন তিনি। আর সেটার উত্তরে এবার মুখ খুললেন দেবিকা মুখোপাধ্যায়, এই ধারাবাহিকের লেখিকা। তিনি বলেন, 'রূপা দি আমায় নিয়ে কী বলেছেন বলতে পারব না। কিন্তু আমার গল্প প্রথমে যা ছিল এখনও তাই আছে। রোজ দর্শককে ধরে রাখা সহজ নয়। ৪০০ থেকে ৫০০ পর্ব দর্শকদের ধরে রাখতে গেলে এলেম লাগে। এই গল্প ভীষণ রকম বাস্তবধর্মী, আমি চাইলেই এখানে আজগুবি কিছু ঢোকাতে পারি না। আমি আমার মতো লিখছি, কে কী কীভাবে ব্যাখ্যা করছে সেটা আমি বলতে পারব না।' তিনি আরও বলেন, 'আমি জানি আমি কী করছি। কে খারাপ বলছে তাতে আমার কিছু যায় আসে না।'

হুট করে ডোডোর মা এবং মৌয়ের বীথি মাসির চরিত্রে বদল ঘটল সেটা কি তাঁদের প্রভাবিত করেছে? উত্তরে তাঁরা দুজনেই জানান অনুশ্রী মাত্র কদিন হল এই সিরিয়ালে যোগ দিয়েছেন। কিন্তু এই কদিনেই তিনি তাঁদের অনেকটা কাছে টেনে নিয়েছেন। 'আপন হয়ে উঠেছেন।'

বন্ধ করুন