HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > সারোগেসি সন্তানকে ‘রেডিমেড’ বলে বিতর্কে ইন্ধন, তসলিমাকে পাল্টা একহাত নেটপাড়ার

সারোগেসি সন্তানকে ‘রেডিমেড’ বলে বিতর্কে ইন্ধন, তসলিমাকে পাল্টা একহাত নেটপাড়ার

বিতর্ক আর তসলিমা নাসরিন যেন বিতর্কের এপিঠ ওপিঠ।

তসলিমা নাসরিন।

বিতর্ক আর তসলিমা নাসরিন যেন মুদ্রার এপিঠ ওপিঠ। তাঁর লেখা বই ছাড়াও প্রায়শই তসলিমার করা বিভিন্ন মন্তব্য কিংবা সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট থেকে জন্ম নেয় বিতর্ক। আর সেই বিতর্কের আঁচ যে একদিন পরেই নিভু নিভু হবে, এমন ভাবার কোনও কারণ নেই। 

এবার তসলিমার লক্ষ্য সারোগেসি। শুক্রবার সন্তানের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন প্রিয়াঙ্কা। জানিয়েছিলেন, সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন তাঁরা। এখনই এই নিয়ে এর চেয়ে বেশি আর কিছু বলতে চাননি তিনি এবং নিক। বরং সকলের কাছে অনুরোধও করেছেন, এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে। এরপরেই সারোগেসিকে কেন্দ্র করে তসলিমার একের পর এক টুইট ইন্ধন জুগিয়েছে বিতর্কে।

প্রিয়াঙ্কা চোপড়ার নাম না তুলে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন রেখেছেন 'দ্বিখণ্ডিত'-র লেখিকা, 'সেইসব মায়েদের কেমন লাগে যখন তাঁরা তাঁদের এই 'রেডিমেড' সন্তান নিজেদের কোলে পান? আচ্ছা, যেসব মায়েরা তাঁদের সন্তানকে গর্ভে ধারণ করে জন্ম দেন, তাঁদের মনোভাব সেই সন্তানের প্রতি যেমন থাকে, সেই একইরকম মনোভাব কি সারোগেসির মাধ্যমে হওয়া মায়েদের ক্ষেত্রেও থাকে?' তসলিমার এই টুইটটি প্রকাশ্যে আসামাত্রই নেটদুনিয়ায় শুরু হয়েছে হইচই। 

নেটিজেনদের বড় অংশ অবশ্য রেয়াত করেননি। একহাত নিয়েছেন এই বাংলাদেশি বিতর্কিত লেখিকার উদ্দেশে। অনেকেই লেখিকার মন্তব্যের নিন্দা করে বলেছেন, অনেক মানুষেরই শারীরিক সমস্যা থাকার দরুণ, তাঁরা সারোগেসি প্রক্রিয়ার মাধ্যমে সন্তানসুখ নেন। এতে অন্যায়ের কিছু নেই।

অবশ্য চুপ করে থাকার মানুষ নন তসলিমা। এখেত্রেও ঠিক তাই হয়েছে। ফের টুইট করে তাঁর দাবি, এই 'সারোগেসি' ব্যাপারটি সম্ভব, কারণ সমাজে গরিব মানুষ রয়েছেন। আর অর্থবান মানুষ সবসময় শুধুমাত্র নিজেদের সুযোগ সুবিধা কায়েম রাখার জন্য সমাজে গরিবদের অস্তিত্ব যেন বজায় থাকে, সেই চেষ্টাই করে এসেছে।

 'আমার মেয়েবেলা'র লেখিকার কথায়, 'এতই যখন ইচ্ছে তখন সন্তান দত্তক নাও। কোনও গৃহহীন বাচ্চাকে দত্তক নাও, আশ্রয় দাও। কিন্তু না, তাঁদের জেদ যে তাঁদের সন্তানের ধমনীতে বংশের রক্ত প্রবাহিত হবে, তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যও থাকবে। তাই সারোগেসি আদতে একটি স্বার্থপর চিন্তা ছাড়া আর কিছুই নয়।'

বায়োস্কোপ খবর

Latest News

‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.