টেলি দর্শকদের কাছে ধারাবাহিকে অনস্ক্রিন জুটি নিয়ে বেশ মাতামাতি থাকে। শেষ হতে চলেছে 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিক। এখানেই দর্শকের মনে প্রশ্ন, তাহলে কি 'ঊর্মি-সাত্যকি'র জুটির রসায়ন আর দেখা যাবে না ছোট পর্দায়?
অন্যদিকে, 'আয় তবে সহচরী' ধারাবাহিকও শেষ হয়েছে। ফলে টিপু-বরফির জুটি আগেই ভেঙেছে। এ বার টেলি পাড়ায় কান পাতলে জোর গুঞ্জন, বরফির সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন সাত্যকি। আসতে চলেছে নতুন ধারাবাহিক।
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি সাত্যকি ওরফে ঋত্বিক মুখোপাধ্যায় নতুন মেগার প্রোমোর শ্যুটিং সেরে ফেলেছেন। বাংলা টকিজ প্রযোজনার ব্যানারে জি বাংলা-য় আসছে এই নতুন মেগা। তবে এ বিষয় এখনই কোনও মন্তব্য করেননি ঋত্বিক।
'আয় তবে সহচরী' জুটিকে একসঙ্গে পর্দায় ফের একবার দেখার সুযোগ আসতে আসতেও তা আর হয়ে উঠল না ভক্তদের। সূত্রের খবর, বরফি ওরফে অরুণিমা হালদারের বিপরীতে এই মেগায় অভিনয় করার কথা ছিল টিপু ওরফে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের।
ফলত 'আয় তবে সহচরী' জুটি টিপু-বরফিকে ফের একসঙ্গে দেখতে পেতেন দর্শক! তবে সম্ভবত মেগা থেকে সরে গিয়েছেন ইন্দ্রনীল। আর সেখানেই দেখা যেতে পারে ঋত্বিককে। সুতরাং ঋত্বির-অরুণিমা জুটির রসায়ন পর্দায় কতটা ফুটে উঠবে? সেই দেখার অপেক্ষায় দর্শক।