সন্তান কোলে তৃতীয় বিবাহবার্ষিকী পালন করতে চলেছেন বলিউডের তারকা দম্পতি ইয়ামি গৌতম ও আদিত্য ধর। অক্ষয় তৃতীয়ার দিন ফুটফুটে রাজপুত্রের জন্ম দিয়েছেন ইয়ামি। সোমবার, সন্তানের জন্মের ১০ দিনের মাথায় সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে সুখবর ভাগ করে নিলেন নায়িকা এবং তাঁর পরিচালক বর।
পুত্র সন্তানের মা হলেন ইয়ামি
গত ফেব্রুয়ারিতেই ইয়ামির অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর দিয়েছিলেন আদিত্য। এদিন ইনস্টাগ্রাম পোস্টে ইয়ামি লেখেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র বেদাবিদের জন্মের খবর। অক্ষয় তৃতীয়ার দিন সে আমাদের জীবনে এসে আমাদের ধন্য করেছে। আপনারা সকলে ওকে আর্শীবাদ আর ভালোবাসায় ভরিয়ে দিন। ওর জন্য প্রার্থনা করবেন’।
পোস্টের সঙ্গে যে ছবি তাঁরা ভাগ করে নিয়েছেন সেখানে দেখা গেল শ্রীকৃষ্ণ যেন তাঁর কোলে একটি শিশুকে ধরে রয়েছেন। পোস্টের ক্যাপশনে সূর্য হাসপাতালের চিকিৎসক ডাঃ ভুপিন্দর আওয়াস্থি, ডাঃ রঞ্জন ধানু-সহ সকল স্টাফেদের ধন্যবাদ জানিয়েছেন দুজনে। এই হাসপাতালেই ছেলের জন্ম দেন ইয়ামি।
ইয়ামি ও আদিত্য জানান, ‘অভিভাবক হিসাবে এই জার্নি শুরুর সঙ্গে সঙ্গে আমাদের আশা আমাদের ছেলের ভবিষ্যত উজ্জ্বল হবে। ওর জীবনের প্রত্যেক মাইলস্টোন আমাদের বিশ্বাসকে মজবুত করবে যে আমাদের পরিবারের জন্য এবং মাতৃভূমির সুযোগ্য পুত্র হয়ে উঠবে’।
বেদাবিদ নামের অর্থ
ইয়ামি ও আদিত্যর ছেলের নামের সঙ্গে জুড়ে রয়েছে হিন্দুধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ বেদের নাম। বেদাবিদ সংস্কৃত শব্দ। এর অর্থ বেদের বিদ (বিদ্যান) অর্থাৎ যে পুরুষ বেদ সম্পর্কে জ্ঞানী তিনিই বেদাবিদ।
তারকারা শুভেচ্ছায় মুড়লেন তারকা দম্পতিকে
ইয়ামি ও ‘উরি’ পরিচালক আদিত্যকে শুভেচ্ছা জানিয়েছেন হবু বাবা রণবীর সিং। সেপ্টেম্বরে বাবা হতে চলা রণবীর লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে’। নেহা ধুপিয়া, বিভান ভটেনা, গৌরব ঘেরা-সহ বলিউডের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নতুন বাবা-মা'কে।
বক্স অফিস ইয়ামির শেষ রিলিজ ছিল আর্টিকেল ৩৭০। অন্তঃসত্ত্বা অবস্থাতেই এই ছবির শ্যুটিং, এমনকি ফাইট সিকুয়েন্সের কাজ সেরেছেন ইয়ামি।
২০২১ সালের ৪ঠা জুন হিমাচলপ্রদেশে সাদামাটা বিয়ে সারেন ইয়ামি-আদিত্য। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সেটেই মন দেওয়া-নেওয়ার পর্ব সেরেছিলেন দুজনে। সবার চেয়ে আদিত্যকে একদম অন্য়রকম লেগেছিল ইয়ামির। লুকিয়ে রাখেননি মনের কথা। কিন্তু কাকপক্ষীও টের পায়নি এই প্রেমের গল্প। গোপনে প্রেমের পর সোজা বিয়ের পিঁড়িতে।