বাংলা নিউজ > বায়োস্কোপ > তড়িঘড়ি কেন বিয়ে করতে বাধ্য হলেন ইয়ামি গৌতম? ফাঁস গোপন রহস্য!

তড়িঘড়ি কেন বিয়ে করতে বাধ্য হলেন ইয়ামি গৌতম? ফাঁস গোপন রহস্য!

ইয়ামি গৌতম- আদিত্য (ছবি-ইনস্টাগ্রাম)

বিয়ে করবার কোনও প্ল্যানই ছিল না ইয়ামির, কিন্তু শেষ মুহূর্তে….

জুন মাসের শুরুতেই বিয়ের ছবি পোস্ট করে সকলকে অবাক করে দিয়েছিলেন ইয়ামি গৌতম। নিঃশব্দে উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালক আদিত্য ধরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। কিন্তু কীভাবে এই পরিচালক-অভিনেত্রী জুটি নিজেদের সম্পর্ককে আড়ল করে রাখলেন গোটা দুনিয়ার থেকে? এটা আজও বিরাট সিক্রেট। কয়েক মাস নয়, তিন বছরেরও বেশি সময় ধরে প্রেমের বাঁধনে জড়িয়ে তাঁরা। তবুও টের পেতে দেননি কাকপক্ষীকে, দুই বলি সেলেবের ভালোবাসার গল্প নিয়ে একটাও প্রতিবেদন ছাপা হয়নি, এমন ঘটনা সত্যি বিরল! 

হিমাচল প্রদেশে নিজের দেশের বাড়ি বিলাসপুরে একদম ছিমছাম আয়োজনে বিয়ের পর্ব সারেন ইয়ামি-আদিত্য, কিন্তু কী কারণে গোপনে সাত তাড়াতাড়ি এই সারলেন অভিনেত্রী? সম্প্রতি সেই রহস্য ফাঁস করেছেন ‘ভিকি ডোনার’ নায়িকা। অভিনেত্রী জানান, দিদিমার নির্দেশেই নাকি এক দিনের আয়োজনে এই বিয়ে করতে বাধ্য হন প্রেমিক জুটি, আসলে বিয়ে নয় এনগেজমেন্ট সারবার প্ল্যান ছিল তাঁদের। 

ফিল্ম কম্পানিয়ান-কে দেওয়া এক সাক্ষাত্কারে ইয়ামি জানান, ‘আসলে আমাদের বিয়ের পরিকল্পনা ছিল না, কিন্তু সুন্দরভাবে সেটা হয়ে গেল। এমনটাই আমরা চেয়েছিলাম, আমরা দুজনেই এমন। উরি-র প্রমোশনের সময় থেকে আমাদের ঘনিষ্ঠতা বাড়ে, বন্ধুত্বের বাঁধন মজবুত হয়। প্রায় দু-বছর পেরিয়ে গিয়েছিল, আমরা ভাবলাম এবার বিয়েটা সেরে ফেলা যাক। আমাদের পরিবারও এই সম্পর্কটা নিয়ে বেশ খুশি ছিল, বলা যায় আমাদের চেয়ে বেশি আনন্দিত ছিল’। 

ইয়ামি যোগ করেন, আমরা ভেবেছিলাম বাগদানটা সেরে নেব, এরপর কিছুটা সময় নিয়ে বিয়েটা করব। কিন্তু আমার দিদিমা হল, শোনো বাছা, ওই সব এনগেজমেন্ট আমাদের রীতি নয়। বিয়েটা করে নাও। আদিত্য আমার পালটা প্রশ্ন করে বসল, তুমি কি তৈরি আছো? তাহলে কি আমরা বিয়েটা সেরে ফেলব? এরপর যা কিছু ঘটল সেটা এখনও আমি নিজেই বুঝে উঠতে পারিনি। আমার জীবনটা খুব বেশি পালটেছে বলব না, হয়ত এখন আমি আরও বেশি আনন্দে আছি'। 

একদম ঘরোয়া আয়োজনে বিয়ে করায় নেট দুনিয়ায় প্রশংসিত হয়েছেন ইয়ামি। বলিউডের দেখনদারির বদলে নিজের রীতি-নীতিকে বেশি গুরুত্ব দেওয়ায় নায়িকার প্রশংসায় পঞ্চমুখ সকলেই।মায়ের ৩৩ বছরের পুরনো এই শাড়িকেই তিনি নিজের বিয়ের জন্য বেছে নিয়েছিলেন ইয়ামি। তাঁর মাথার ওড়না উপহার হিসেবে দিয়েছেন তাঁর দিদিমা।

বিয়ের পর নিজের নামের পাশে আদিত্যর নামও জুড়ে নিয়েছেন ইয়ামি। এখন তিনি ইয়ামি গৌতম ধর। আপতত অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘লস্ট’-এর শ্যুটিংয়ে তিলোত্তমায় রয়েছেন নায়িকা। আগামিতে ইয়ামিকে দেখা যাবে ‘ভূত পুলিশ’ ছবিতে। অন্যদিকে ‘দ্য ইম্মর্টাল অশ্বথামা’ নিয়ে ব্যস্ত আদিত্য, এই ছবিতে লিড রোলে থাকছেন ভিকি কৌশল।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.