যশ চোপড়া বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতাকে লঞ্চ করেছিলেন এবং তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সোনম খান। ৯০ -এর দশকে পর্দায় সাহসী অভিনয়ের জন্য তিনি আলাদা করে নজর কেড়েছিলেন। তাঁর কাজের প্রভাব বিনোদন শিল্পেও স্থায়ী প্রভাব ফেলেছিল। কিন্তু সেই নায়িকাকেই চড় মেরেছিলেন তাঁর মা! জানেন কেন?
রাজেশ খান্না, ঋষি কাপুর, হেমা মালিনী এবং অনিল কাপুরের মতো তাবড় তাবড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। ১৯৮৮ সালে ‘বিজয়’ ছবির হাত ধরে সোনম বলিউডে আত্মপ্রকাশ করেন। ‘আজুবা’ এবং ‘ত্রিদেব’ -এর মতো ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। তাঁর জনপ্রিয় গানগুলির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন।
আরও পড়ুন: দেখানো হচ্ছে অশ্লীল কনটেন্ট, ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করল কেন্দ্র, কারা সেই তালিকায়?
২০২৪ সালের নভেম্বরে সোনম খান তাঁর পুরানো একটি ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছিলেন। অবাক হবেন এই ছবিগুলিই জন্য একসময় তিনি তাঁর বাবা- মায়ের কাছে খুব সমস্যায় পড়েছিলেন।
ছবিতে তাঁকে ঝোপের মধ্যে বসে পোজ দিতে দেখা গিয়েছে। ছবিতে যে তাঁকে চরম লাস্যময়ী লাগছে তা বলাই বাহুল্য। কিন্তু এই ছবিগুলি প্রকাশ্যে আসার পর নায়িকার মা তাঁর উপর প্রচন্ড রেগে গিয়েছিলেন। এই ছবির জন্য সোনমকে তাঁর মা চড়ও মেরেছিলেন। এমনকী যে পত্রিকায় এই ছবি প্রকাশ্যে এসেছিল সেটিও ছিঁড়ে ফেলে দিয়েছিলেন তাঁর মা।
চলতি বছরের নভেম্বরে ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এই ছবির জন্য আমাকে জোরে চড়ও মারা হয়েছিল। আমি স্ক্রিন কালারের একটি ছোট্ট পোশাক পরেছিলাম যা চারপাশে লম্বা ঘাসে ঢাকা পড়ে ছিল। তাই যখন ছবিগুলি প্রকাশ্যে আসে, তখন আমার মা ম্যাগাজিন নিয়ে আসেন, আমাকে একটা সজোরে থাপ্পড় মারেন, তারপর ম্যাগাজিনটাও ছিঁড়ে ফেলেন।’
আরও পড়ুন: 'মা চলে যাওয়ার পর…' রাজের ছবি 'সন্তান' দেখে আবেগে ভাসলেন সুদীপা!
প্রসঙ্গত, সোনম খানের আসল নাম বখতাভার খান। ছবির নির্মাতা যশ চোপড়ার পরামর্শে তিনি পর্দার জন্য ‘সোনম’ নামটি রেখেছিলেন। তিনি ছিলেন প্রবীণ অভিনেতা মুরাদের নাতনি এবং রাজা মুরাদের ভাগ্নি। 'বিজয়' -এ অভিষেকের পর তিনি বেশ কয়েকটি হিট ছবিতেও অভিনয় করেছেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার ‘ত্রিদেব- এ। ছবিতে তাঁকে ‘রেণুকা’-এর ভূমিকায় দেখা গিয়েছিল। শিব কুমার পরিচালিত ছবি ‘মাটি অর সোনা’- তে 'অনুপমা' এবং ‘নীলিমা’ দ্বৈত চরিত্রে দেখা যায় তাঁকে। ১৯৯০ সালে সানি দেওল অভিনীত 'ক্রোধ' ছবিতে 'সোনু' চরিত্রে দেখা যায় তাঁকে।