টলিউডের অন্যতম চর্চিত জুটি হলেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। যদিও তখন নুসরত বিবাহিত ছিলেন তবুও কাছাকাছি আসেন তাঁরা। তাঁদের সম্পর্কে পরকীয়ার ট্যাগ পড়ে যায়। তবুও তাঁরা একে অন্যকে ছাড়েননি কখনও। বরং একটা সময় বিয়ে ভেঙে বেরিয়ে আসেন তিনি। সঙ্গে রটে যায় তাঁর মা হওয়ার খবর। এরপর নানা বিতর্ক হলেও দুজন দুজনার পাশে ছিলেন। পাবলিকলি কখনই নিজেদের সম্পর্ক নিয়ে চর্চায় মন্তব্য করেননি। বরং নুসরত মা হলে তাঁর পাশে থাকেন যশ। পেরিয়ে আসেন সমস্ত কঠিন পরিস্থিতি। শুরু করেন সংসার যাপন। প্রমাণ করেন তাঁরা সত্যিই একে অন্যের বেটার হাফ।
দুজনকে হামেশাই সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করতে দেখা যায়। কখনও কাজের বিষয়ে পোস্ট তো কখনও ব্যক্তিগত পোস্ট। সম্প্রতি তেমনই এক পোস্ট করলেন যশ। যদিও সেই পোস্টে তিনি কারও নাম লেখেননি কিন্তু সেটা সবারই বেশ নজর কেড়েছে।
অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, 'যদি কখনও তোমার একা লাগে যেন আমি এখানে তোমার অপেক্ষায় আছি।' কাকে নিয়ে অভিনেতার এই পোস্ট? নাম না থাকলেও বুঝতে অসুবিধা নেই এই তুমিটা আসলেই নুসরত।
অভিনেতার পোস্ট করা ছবিতে তাঁকে একটি কালো টিশার্ট এবং জিন্স পরে জানলার কাছে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর কানে একটি ইয়ার বাড। বাইরে তাকিয়ে আছেন তিনি এই ছবিতে।
তাঁর এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আমরা সবাই জানি আপনি সব সময় আপনার ভক্তদের পাশে আছেন। আপনাকে দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে। ভালো থাকবেন।' আরেক ব্যক্তি লেখেন, 'জানি তো যশ দাদা তুমি সবসময় আমাদের সঙ্গে আছো। আমরাও তোমার পাশে আছি। আমি তোমার খুব বড় ভক্ত দাদা।'
বর্তমানে যশ মুম্বইতে রয়েছেন। সেখানেই তিনি বলিউডে ডেবিউ সেরেছেন। অন্যদিকে বাংলায় জমিয়ে কাজ করছেন নুসরত।