রামায়ণের রাবণ হিসেবে তো ধরা দিতেই চলেছেন দক্ষিণী সুপারস্টার যশ। সেই খবর আগেই প্রকাশ্যে এসেছে। এবার সেই ছবি শুটিং শুরু হওয়ার আগেই জানা গেল তিনি আরও একটি বলিউড প্রজেক্টের অংশ হতে চলেছেন। তিনি দক্ষিণী সিনে জগতের পাশাপাশি এবার বলিউডে নিজের জায়গা পাকা করে নিতে চাইছেন। অভিনেতা নিজেও জানিয়েছেন তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চান।
বলিউডের নতুন প্রজেক্টে যশ
নীতিশ তিওয়ারির রামায়ণে রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। কন্নড় অভিনেতা সেই ছবির কাজ শুরুর আগেই নাকি আরও একটি বলিউড প্রজেক্টে সই করে ফেলেছেন। যশ কেজিএফ ফ্র্যাঞ্চাইজির ছবিগুলোর মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। এবার তাঁকে রামায়ণে রাবণের বেশে দেখা যাবে। একই সঙ্গে জানা গেল তিনি একটি অ্যাকশন ছবিতে সই করে ফেলেছেন। আগামীতে তাঁকে এই ছবিতে দেখা যাবে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: ফাইটার আসতে না আসতেই ওয়ার ২-এর প্রস্তুতি শুরু, কবে থেকে শুটিং করবেন হৃতিক?
আরও পড়ুন: 'বিয়ের জন্মদিন' বেমালুম ভুললেন ইমনের বর! মাশুল দিতে ভিডিয়োতেই কী করলেন নীলাঞ্জন?
সূত্রের খবর অনুযায়ী, কেজিএফ ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো সাফল্য পাওয়ার পর হিন্দি দর্শকদের মধ্যেও তাঁর একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে, ভক্ত সংখ্যা বেড়েছে। আর সেই জন্যই তিনি বলিউডে নিজের পরিধি আরও বাড়াতে চাইছেন।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, 'কেজিএফের পরবর্তী ভাগ এবং রামায়ণের কাজ নিয়ে তিনি ইতিমধ্যেই বেশ ব্যস্ত আছেন। তবে তিনি এখানেই থামতে চান না। বা ব্যস্ততাও কমাতে চান না। তাই তিনি বলিউডে দ্বিতীয় প্রজেক্ট নিয়ে ফেলেছেন এরই মধ্যে। এটি একটি অ্যাকশন প্রজেক্ট। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে সেই প্রজেক্ট নিয়ে তাঁর কথাবার্তা চলছে। আপাতত ক্রিয়েটিভ আলোচনা চলছে এই অভিনেতার সঙ্গে। তিনি এখন দেখতে চান কাজটা অবশেষে কেমন ভাবে এগোচ্ছে বা হচ্ছে।'
আরও পড়ুন: বিয়ের পর ফের বড় পর্দায় সন্দীপ্তা, কার উদ্দেশ্যে বললেন 'বহুদিনের স্বপ্নপূরণ হল'
শাহরুখের সঙ্গে কাজ করতে চান যশ
এছাড়া অভিনেতা নিজেই জানিয়েছেন তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চান। সূত্রের খবর অনুযায়ী, 'শাহরুখ খানের সঙ্গে ওঁর কাজের বিষয় নিয়ে চর্চা চলছে, দুই অভিনেতাও একে অন্যের সঙ্গে কাজ করতে চান। যদিও তাঁদের সঠিক প্রজেক্ট পেতে হবে একে অন্যের সঙ্গে কাজ করার জন্য কারণ এমন দুই তাবড় অভিনেতা একসঙ্গে কাজ করেন তাহলে দর্শকদের উন্মাদনা বেশি থাকবে। সেটা পূরণ হওয়াও তো বাঞ্ছনীয়। আর ওঁরা কেউই ওঁদের দর্শকদের মন ভাঙতে চান না। তাই একটা দুর্দান্ত স্ক্রিপ্ট এবং ছবি নিয়েই ওঁরা একসঙ্গে কাজ করতে চান।'
আরও পড়ুন: মদের পার্টিতে বন্ধুদের মধ্যে ঝামেলা, মাথায় বাড়ি মারার ফলে মৃত জনপ্রিয় ইউটিউবার
তবে আরেক সূত্রের তরফে জানানো হয়েছে যে যশ আপাতত তাঁর হাতে যে প্রজেক্টগুলো আছে সেগুলো নিয়ে ব্যস্ত আছেন। সেগুলোতেই ফোকাস করতে চান। এর আগে জানা গিয়েছে নীতিশ তিওয়ারির রামায়ণের জন্য যশ ১৫০ কোটি টাকা নিচ্ছেন। এই ছবিতে রামের ভূমিকায় থাকবেন রণবীর কাপুর এবং সীতা হবেন সাই পল্লবী। সূত্রের খবর অনুযায়ী এই ছবির জন্য যশ ১০০ থেকে ১৫০ কোটি টাকা নিচ্ছেন। তবে সবটাই কতদিনের শুটিং, কেমন শিডিউল থাকে তার উপর নির্ভর করবে।