১৯ বছর আগের কথা। ২০০৩ সালে নিখিল আদবাণীর পরিচালনায় মুক্তি পেয়েছিল 'কাল হো না হো'। শাহরুখ-প্রীতি জিন্টার এই ছবির প্রযোজক ছিলেন যশ জোহর। ধর্মা প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেয়েছিল এই ছবি। আর এই ছবির জন্যই শেষবার বাবা যশ জোহরের সঙ্গে কাজ করেছিলেন করণ। এটা একেবারে তাঁর কেরিয়ারের শুরুর দিকের কথা। আজকের খ্যতনামা পরিচালক, প্রযোজক করণ জোহরের কাছে ওঁর বাবার সঙ্গে কাজ করা, বাবার সঙ্গে সেটে যাওয়ার শেষ সুযোগ ছিল এই ছবি।
সম্প্রতি 'কাল হো না হো' নিয়ে ইন্ডিয়ান আইডল ১৩-র মঞ্চে এসে স্মৃতিমেদুর হয়ে উঠলেন করণ জোহর। ইন্ডিয়ান আইডল-এর প্রতিযোগীর গলায় 'কাল হো না হো' গান শুনে করণ বলেন, এই গানের সঙ্গে তাঁর বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। করণের কথায়, ‘কাল হো না হো-র টাইটেল ট্র্যাকের যখন রেকর্ডিং হয়, তখন তাঁর বাবা যশ জোহর হাসপাতালে ভর্তি, গানের এই কথাটাই তাঁর জীবনে বাস্তব হয়ে উঠেছিল।’ প্রসঙ্গত, ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ২০০৪ সালে মৃত্যু হয় যশ জোহরের।
এর আগে ২০২২-এর ২৭ নভেম্বর 'কাল হো না হো'র ১৯ বছর পূর্তি উপলক্ষে করণ বেশকিছু অদেখা ছবি শেয়ার করেছিলেন। তাতে বাবা যশ জোহর, শাহরুখ খান, সইফ আলি খান, প্রীতি জিন্টাদের সঙ্গে দেখা গিয়েছে করণকে। ছবিগুলির সঙ্গে করণ লিখেছিলেন, ‘এটা আমার গোটা জীবনকালের কাছে গুরুত্বপূর্ণ স্মৃতি, হৃদয়ের স্পন্দন! এই সিনেমাটি আমায় অনেক কিছু দিয়েছে - এটি আমাকে আনন্দ দিয়েছে, অটুট বন্ধন দিয়েছে, গল্প বলার জন্য একটি ভিন্ন লেন্স দিয়েছে এবং অবশ্যই - আমার বাবার সঙ্গে শেষ ফিল্ম সেটে থাকতে পেরেছি, এর জন্যই আমি চিরকাল এই সিনেমার প্রতি কৃতজ্ঞ থাকব!'
সম্প্রতী দীর্ঘ ৭ বছর পর খুব শীঘ্রই পরিচালনার কাছে ফিরেছেন করণ। বানাচ্ছেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। এই ছবিতে রণবীর সিং ও আলিয়াকে জুটি বাঁধতে দেখা যাবে। ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমিকে। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা এই ছবির।