টলিউডের অন্যতম রিয়েল এবং রিল লাইফ হিট জুটি যশ ও নুসরত। একসঙ্গে উপহার দিয়েছেন একাধিক ছবিও। তবে এবার স্যোশাল মিডিয়ায় অনুরাগীদের সামনেই নুসরতকে ট্যাগ করে যশ লিখলেন, 'তোমায় কিছু কথা বলার ছিল'! তারপর নুসরত যা করলেন।
কী ঘটেছে?
বৃহস্পতিবার যশ হঠাৎ করেই নুসরতকে ট্যাগ করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'হাই, তোমায় কিছু কথা বলার ছিল।' আর তা দেখে নুসরতও একই ভাবে ইনস্টাগ্রাম স্টোরিতে রিপ্লাই করেন, 'অবশ্যই বলো। কিন্তু স্টোরি কেন দিলে? ইনবক্স।' অর্থাৎ এটা দেখে বোঝাই যায় যে এই স্টোরি দেখে বেশ অবাক নুসরত। পাশাপাশি স্টোরিতে এই ভাবে লেখা নিয়েও তিনি বেশ আশ্চর্য হয়েছে, কারণ যশ চাইলেই তাঁকে ইনবক্সে ম্যাসেজ করতে পারেন। কিন্তু তা না করে এই ভাবে স্টোরিতে কথা বলা নিয়ে নায়িকাও বেশ অবাক হয়ে গিয়েছেন। তবে বিষয়টায় তিনি বেশ মজাও পেয়েছেন। তাই যশকে প্রশ্ন করার সময় তাতে হাসির ইমোজিও লেগেছিল।' তবে পুরোটাই ঠাট্টা করে?
তারপরই নুসরতের ব্যক্তিগত ভাবে ম্যাসেজ করার অনুরোধ প্রত্যাখ্যান করে যশ ফের স্টোরিটি রি-পোস্ট করে লেখেন, ‘না সবার সামনে বলব… কাল দুপুর ২টোয় তৈরি থেকো।’ কিন্তু কাল দুপুর ২টোয় নুসরতকে কী বলতে চলেছেন যশ? শেষে কি তবে বউকে ‘আড়ি’ বলবেন নায়ক?
ভাবছেন এমনটা কেন বলবেন তিনি? আসলে এই পোস্টটা দেখে আন্দাজ করা যাচ্ছে যে, আগামীকাল তাঁদের আসন্ন ছবি 'আড়ি' নিয়ে কোনও আপডেট দিতে চলেছেন তারকা দম্পতি। আর তার আগে এই ভাবেই দর্শকদের উত্তেজনা খানিক বাড়িয়ে দিলেন তাঁরা। আসলে দু'জনই এই বিষয়টা আগাগোড়ই জানেন।

প্রসঙ্গত, 'সেন্টিমেন্টাল'-এর পর যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান নিয়ে ফিরছেন তাঁদের নতুন ছবি 'আড়ি'। এই ছবি এক মা ও ছেলের গল্প বলবে। ফলে মায়ের ভূমিকা যে বেশ গুরুত্বপূর্ণ তা বোঝাই যাচ্ছে। আর এই মায়ের চরিত্রে ‘আড়ি’-এর হাত ধরে অনেক দিন পর বাংলা ছবিতে ফিরছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ছবিতে তাঁর ছেলের চরিত্রে রয়েছেন যশ দাশগুপ্ত। ‘আড়ি’ ছবিটি প্রযোজনার দারিত্বে রয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ চক্রবর্তী। পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে তুলনামূলক ভাবে নতুন জিৎ। এর আগে তিনি পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্যকে নিয়ে 'কথামৃত' ছবিটি করেছিলেন। ওয়েব মাধ্যমেও কাজ করেছেন তিনি।