বাহুবলীর পর আরেক যে ছবির ফ্রাঞ্চায়েজি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল তা হল কেজিএফ। এবার এই ফ্র্যাঞ্চাইজির উৎসাহী ভক্তরা জেনে খুশি হবেন যে, কেজিএফের পরবর্তী সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই কথা শুরু হয়ে গিয়েছে আলোচনা। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে 'কেজিএফ থ্রি'র রকি ভাইয়ের চরিত্রে ফেরার কথা বললেন যশ। তিনি জানান যে, কেজিএফ ৩ নিয়ে অবশ্যই পরিকল্পনায় রয়েছে। এবং এটি নিয়ে পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে কথাও হয়েছে।
যা বললেন যশ
সাক্ষাৎকারের সময় যশকে কেজিএফ ৩ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কেজিএফ ৩ অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি। তবে আমি এই দুটি প্রকল্পে (টক্সিক ও রামায়ণ) ফোকাস করছি। আমরা (তিনি ও প্রশান্ত নীল) এটি সম্পর্কে হামেশাই কথা বলি, আমাদের অনেকগুলো পরিকল্পনাও আছে... এটি বিশাল হবে, এটি এমন একটি বিষয় যাতে সত্যিই আমাদের সমস্ত মনোযোগ এবং ফোকাস প্রয়োজন।’
আরও পড়ুন: ‘ফরসা তো… ময়দামুখো পুরো’! নিজের ডায়লগ দিয়েই বনিকে ঘায়েল করল কৌশানি, কত শতাংশ নম্বর দিল সম্পর্ককে?
তিনি আরও বলেন, ‘আমরা সত্যিই যা ইচ্ছে তাই বানিয়ে দিতে চাই না, কারণ দর্শকরা আমাদের অনেক দিয়েছেন। তাই আমরা এটি (কেজিএফ ৩) এমনভাবে বানাতে চাই, যাতে দর্শকরাও গর্ব করে। এটা একটা কাল্ট সিরিজ। তই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর প্রশান্ত (নীল, পরিচালক) আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা একেবারে বড় কিছু নিয়ে হাজির হব।’
আরও পড়ুন: পরকীয়ার কারণে নাকি নীলাঞ্জনাকে ছেড়েছেন! এরই মাঝে যিশুর বোন লিখলেন, ‘কর্মা ক্ষমা করবে তো?’
কেজিএফ সম্পর্কে বিস্তারে:
২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ। আর কেজিএফ চ্যাপ্টার ২ আসে ২০২২ সালে। এই ফ্র্যাঞ্চায়েজিতে যশকে দেখা গিয়েছে কি ভাইয়ের চরিত্রে। কেজিেফের প্রথম পার্টটি ২৫০ কোটির কাছাকাছি ব্যবসা করেছিল। তবে কেজিএফ চ্যাপ্টার ২ ছিল ম্যসিভ হিট। ১২০০ কোটির উপর ব্যবসা করেছিল সিনেমাটি।
আরও পড়ুন: ‘আপনাকে অ্যাটাক করতে পারিনি বলেই বিজেপি ছাড়ি’, মমতার থেকে এল শাড়ি-পাঞ্জাবি, লিখলেন রূপাঞ্জনা মিত্র
দ্বিতীয় পার্টে কাজ করেছিলেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তও। আশা রাখা যায়, তৃতীয় পার্টেও বলিউডের ছোঁয়া রাখবেন প্রশান্ত নীল। এখন দেখার কবে অফিসিয়ালি কেজিএফের ঘোষণা করেন তাঁরা।