যে কোনও সংলাপকে আস্ত একটা ব়্যাপ গানে বদলে দিতে পারেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই সুবাদেই কোটি কোটি ভক্ত তাঁর। কথা হচ্ছে সমাজ মাধ্যম প্রভাবী তথা মিউজিক কম্পোজার যশরাজ মুখাটের। করোনা কালে তাঁর তৈরি করা ‘রাসোরে মে কৌন থা’ শোনেনি এমন নেট-ব্যাবহারকারী ভূ-ভারতে মিলবে কিনা যথেষ্ট সন্দেহের ব্যাপার। বড় বড় বলি সেলেবরা তাঁর ভক্ত, কিন্তু বিরাট কোহলি চিনতে পারলেন না যশরাজ মুখাটেকে!
বরং এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে দেখে মেজাজ হারালেন অনুষ্কার স্বামী! রেগেমেগে বলে বসলেন, ‘কে তুই?’ এরপর…. আসল সত্যিটা জানা গেল। সবটাই ছিল পরিকল্পনা মাফিক। আসলে বিশ্বকাপের মরসুমে এক বিজ্ঞাপনী ক্যাম্পেনে হাত মেলালেন বিরাট-যশরাজ। এক চিপস প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে দীর্ঘদিন দেখা মেলে বিরাটের। সেই সংস্থার সঙ্গে হাত মিলেছে বিশ্বকাপ নিয়ে একটি গান বেঁধেছেন যশরাজ। ‘ইন্ডিয়া লায়েগা কাপ’- এই গানের প্রচারেই জুটিতে দেখা গেল দুই তারকাকে।
ভিডিয়োর শুরুতেই দেখা গেল পাঁচতারা হোটেলে পুলের পাশে চিপসের প্যাকেট হাতে রিল্যাক্স করছেন কোহলি। তাঁকে ঘিরে রয়েছেন বাউন্সাররা। সেই নিরাপত্তা বেষ্টনী পার করে সেখানে হাজির যশরাজ। শুরুতে তাঁকে না-চেনার ভান করেন বিরাট। তাঁকে ‘বিরাট স্যার’ বলে সম্বোধন করায় রেগেমেগে বলেন, ‘কেন ভাই আমাকে কি আঙ্কেল লাগছে দেখে?’ যশরাজের সোশ্যাল মিডিয়ায় ‘ঠিকঠাক’ ফলোয়ার আছে শুনেও তাঁকে ট্রোল করেন কোহলি। পরে জানান, ‘আরে ভাই একটু মজা করছিলাম’। এরপর একসঙ্গে নেচেগেয়ে ‘ইন্ডিয়া লায়েগা কাপ’-এর সেলিব্রেশনে মেতে উঠেন বিরাট-যশরাজ।
গত ৪ঠা অক্টোবর ইনস্টায় এই ভিডিয়ো শেয়ার করেন যশরাজ। একদিনেই এই ভিডিয়োর ভিউ সংখ্যা ২০ লক্ষ ছুঁইছুঁই। বিশ্বকাজ নিয়ে উত্তেজনার পারদ বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে এই গান দাবি, নেটিজেনদের।
প্রসঙ্গত, শুক্রবার থেকেই শুরু হয়ে গেল ক্রিকেট বিশ্বকাপ। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ান ইংল্যান্ডকে কার্যত দুরমুশ করে ৯ উইকেটে বিরাট জয় পেল কিউয়িরা। রবিবার শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান। প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়ার মুখোমুখি কোহলিরা। এবার দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের হাতছানি রোহিত শর্মার দলের কাছে। ২০১১ সালে ধোনির নেতৃত্বে শেষবার বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। গত এক দশকে আইসিসি টু্র্নামেন্ট জিততে পারেনি মেন ইন ব্লু। এবার কি ভাগ্য বদলাবে? সেই উত্তরের অপেক্ষায় ১৪০ কোটি ভারতীয়।