Best 5 Fashion Moments of 2022: ২০২২ শেষ হতে চলল। তার আগে দেখে নিন এই বছরের সেরা ৫ ফ্যাশন মুহূর্ত কোনগুলো।
1/6২০২২ প্রায় শেষ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কিন্তু তার আগে ফিরে দেখা যাক। এই বছর কার কোন ফ্যাশন সকলের নজর কেড়েছিল। এই বছরের ৫ ফ্যাশন কোনগুলো? আসুন দেখে নেওয়া যাক। (ANI)
2/6সবার আগেই যেটা বলতে হয়, সেটা হল সোনম কাপুরের মাতৃত্বকালীন ফটোশ্যুট। তিনি বরাবর তাঁর ফ্যাশন দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। তিনি যেখানেই যান, যে পোশাকই পরুন না কেন তাতেই সকলের নজর কাড়েন। কিন্তু তাঁর মাতৃত্বকালীন ফটোশ্যুট সকলের ভীষণ ভালো লেগেছিল। এই শ্যুটে তিনি আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক পরেছিলেন। (ANI)
3/6বেলা হ্যাডিডের স্প্রে পেইন্ট করা কোপার্নি পোশাকটিও সকলের বেশ নজর কেড়েছিল। প্যারিস ফ্যাশন উইকে কোপার্নির জাদু ছড়ালেন। এদিন তাঁর পরনে ছিল অন্তর্বাস এবং হিল জুতো তিনজন পুরুষ তাঁর শরীরে পোশাক স্প্রে করেন। এই দৃশ্য বহুদিন সকলে মনে রাখবেন। (ANI)
4/6এই বছর কেনসে দীপিকা একটি রেট্রো লুকে ধরা দিয়েছিলেন। তিনি পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা একটি শাড়ি। এই শাড়িটি রয়াল বেঙ্গল টাইগারের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল। এখানে সোনালী এবং কালো রঙের হরাইজন্টাল স্ট্রাইপ দেখা গিয়েছিল। সঙ্গে তাঁর উইংড, বোল্ড লাইনার সকলের নজর কেড়েছিল। (ANI)
5/6কিম কার্দাশিয়ান মেট গালা ২০২২-এ মার্লিন মনরোর ৬০ বছর পুরোনো আসল পোশাক পরেছিলেন। যে পোশাক পরে তিনি জন এফ কেনেডির জন্য ১৯৬২ সালে হ্যাপি বার্থডে মিস্টার প্রেসিডেন্ট গেয়েছিলেন। (ANI)
6/6দুর্দান্ত একটি কালো গাউন পরে প্যারিসে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। আর সেই পোশাক গোটা ইন্টারনেট জুড়ে ঝড় তুলেছিল। সাদা রাফেল এবং পিঠের স্ট্র্যাপ প্যাটার্ন সকলকেই মুগ্ধ করেছিল। (ANI)