বাংলা নিউজ > বায়োস্কোপ > Honey Singh: বিপাকে হানি সিং, র‍্যাপারের বিরুদ্ধে দায়ের হল অপহরণ ও নির্যাতনের অভিযোগ

Honey Singh: বিপাকে হানি সিং, র‍্যাপারের বিরুদ্ধে দায়ের হল অপহরণ ও নির্যাতনের অভিযোগ

হানি সিং, র‍্যাপার

বিবেক রমন মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানায় হানি সিং এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, হানি সিং ও তাঁর সহযোগীরা তাঁকে অপহরণ করেন এবং বন্দি রাখার সময় তাঁকে মারধর করেন। সংবাদ সংস্থা ANI-সূত্রে এখবর জানা যাচ্ছে।

ফের বিপাকে র‍্যাপার হানি সিং। বেশ কয়েকবছর গানের জগত, বিনোদন দুনিয়া থেকে দূরে থাকার পর আবারও ফিরেছেন এই দুনিয়ায়। আপাতত তিনি নতুন অ্যালবাম ৩.০-র প্রচারে ব্যস্ত, এরই মাঝে হানি সিংয়ের বিরুদ্ধে দায়ের হল অপহরণের অভিযোগ। বিবেক রমন নামে এক ব্যক্তি, যিনি কিনা একটি ইভেন্ট কোম্পানির মালিক, তিনিই হানির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন।

বিবেক রমনের অভিযোগ, হানির সঙ্গে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত সমস্যার কারণে, তিনি ১৫ এপ্রিল হানির সঙ্গে অনুষ্ঠান বাতিল করেন। এরপরই হানি ও তাঁর সহযোগীরা তাঁকে অপহরণ করেন এবং তাঁর উপর অত্যাচার চালান। যদিও এবিষয়ে হানি সিং এবং তাঁর তরফে কেউ বিবৃতি দেননি। এই মুহূর্তি ৩.০ অ্যালবামের প্রচারের কারণে আলোচনায় রয়েছেন। তবে র‍্যাপারের বিরুদ্ধে এই অভিযোগের কোনও সত্যতা থাকলে বড় ধরনের আইনি জটিলতায় জড়াতে পারেন হানি। 

সম্প্রতি নেটফ্লিক্সে হানি সিংকে নিয়ে একটি তথ্যচিত্রও আসতে চলেছে। তাতে হানি জানিয়েছেন মানসিক অবসাদের কারণেই তিনি গানের দুনিয়া থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন। প্রসঙ্গত এর আগেও একাধিকবার আইনি জটিলতায় জড়িয়েছেন হানি। এর আগে তাঁর বিরুদ্ধে গানে অশ্লীল শব্দ ব্যবহারের কারণেও অভিযোগ দায়ের হয়েছিল। সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকারে এধরনের অভিযোগ নিয়েও মুখ খুলেছেন হানি।

বন্ধ করুন