যুবরাজ সিংয়ের বাবা হওয়ার পাশাপাশি তিনি হলেন প্রাক্তন ক্রিকেটার। যোগরাজ সিং, যাকে মাঝেমধ্যেই খবরের শিরোনামে দেখা যায় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করার সুবাদে। এবার আবারও একটি বিতর্কিত মন্তব্য করে কবরে শিরোনাম ছিনিয়ে নিলেন তিনি। আমির খানের সিনেমাকে জঘন্য সিনেমা বলে অভিহিত করলেন যোগরাজ।
গত রবিবার একটি ইউটিউবের সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে মুখ খোলেন যোগরাজ। শিশুদের শিক্ষা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে যোগরাজ বলেন, ‘একটি শিশু তেমনভাবেই তৈরি হবে, যেটা তার বাবা চাইবে। এরপরেই উঠে আসে আমির খানের তারে জামিন পার সিনেমার প্রসঙ্গ। সিনেমাটির প্রসঙ্গে উঠে আসতেই যোগরাজ বিরক্তির সুরে বলেন, একদমই বেকার সিনেমা।’
আরও পড়ুন: 'ক্যামেরার সামনে এসব! তাহলে পিছনে কী হয়!' নাচতে গিয়ে আদপে উর্বশীকে স্পর্শের চেষ্টা? কী বলছে নেটপাড়া
শুধু শিশুদের নিয়ে মন্তব্য নয়, মহিলাদের নিয়েও বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। যোগরাজ বলেন, ‘একটি পরিবারের যদি সমস্ত দায়িত্ব একজন মহিলার ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই সংসার ধ্বংস হয়ে যায়। ইন্দিরা গান্ধী যেমন একটি দেশ ধ্বংস করে ফেলেছিলেন ঠিক তেমনি একজন মহিলার হাতে ক্ষমতা চলে গেলে, সে সেই ক্ষমতার অপব্যবহার করে।’
তবে শুধু সিনেমা প্রসঙ্গে নয়, কপিল দেবকে নিয়েও একটি বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেন, কপিল দেব অধিনায়ক হওয়ার পর থেকে তিনি ভারতীয় টেস্ট দলের সুযোগ পান নি। শুধু তাই নয়, জাতীয় দল থেকেও বাদ পড়ে যান তিনি। কপিল দেবের ওপর তাঁর এতটাই রাগ হয় যে তিনি কপিল দেবকে খুন করার পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছিলেন।
আরও পড়ুন: ‘পুষ্পা-২’ ও 'গেম চেঞ্জার'-এর প্রিমিয়ারের পর কালনায় জোজোর অনুষ্ঠানে পদপিষ্ট ১০, আশঙ্কাজনক ২
আরও পড়ুন: টাকা চাইতে মঞ্চে প্রতিযোগী এল ১০ লাখের জুতো পরে, হতবাক শার্করা!
যুবরাজ সিংয়ের বাবা বলে চলেন, ‘আমি কপিলকে খুন করার পরিকল্পনা করে ফেলেছিলাম। বাড়ি থেকে বন্দুক নিয়ে কপিলের বাড়ি গিয়েছিলাম। কিন্তু কপিল মাকে নিয়ে বাইরে বেরিয়ে আসায় বেঁচে যায়। আমি সেদিন ওকে বলে এসেছিলাম, আজ তোর মা না থাকলে আমার পিস্তলের গুলিতে তুই মরে যেতিস।’ কপিল দেব প্রসঙ্গে যোগরাজ সিংয়ের এই চাঞ্চল্যকর মন্তব্য শুনে রীতিমতো হতবাক হয়ে গেছেন নেট দুনিয়ার বাসিন্দারা।