বাংলা নিউজ > বায়োস্কোপ > Iman Chakraborty: ‘বাংলা গান ভালো না লাগলে পতলি গলি সে নিকাল যাও’, লাইভ শো-তে বিস্ফোরক ইমন

Iman Chakraborty: ‘বাংলা গান ভালো না লাগলে পতলি গলি সে নিকাল যাও’, লাইভ শো-তে বিস্ফোরক ইমন

শ্রোতা হিন্দি গান শুনতে চাইতেই রেগে আগুন ইমন। 

লাইভ শো-তে হিন্দি গানের অনুরোধ আসতেই রেখে গেলেন ইমন। সোজা বললেন শো থেকে বেরিয়ে যেতে। ভিডিয়ো নিমেষে ভাইরাল। 

বাংলায় গান গাওয়া শিল্পীর লাইভ শো-তে এসে হিন্দি গান শোনার আবদার করে এর আগেও বিরাগভাজন হয়েছেন শ্রোতা। চাঁচাছোলা ভাষায় তারকারা জবাবও দিয়েছেন। দিনকয়েক আগেই নচিকেতার একটা ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল উপস্থিত এক দর্শক হিন্দি গান শোনার আবদার করে। আর তাতে তিনি রেগে জবাব দিয়েছিলেন, ‘কেন বাংলা গানে কি অসুবিধে তোমার? বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না তোমার? ছাগল! এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে, যে বাংলা গান শুনব। হাড় গুঁড়ো করে দেবে। এই হল বাঙালি দেখ! বুদ্ধি নেই, বলদ।’

ইমন গালাগাল না করলেও, কড়া কথা শোনাতে ছাড়েননি। ভিডিয়োতে দেখা যাচ্ছে উপস্থিত দর্শকদের কাছে ইমন জানতে চাইছেন তাঁরা কী গান শুনতে চায়। একেকজন একেকরকম আবদার করছে। তারমধ্যেই কেউ বলে ওঠে ‘লয়লা’। আর তাতেই মেজাজ হারান জাতীয় পুরস্কার পাওয়া গায়িকা। অসন্তোষ ফুটে ওঠে তাঁর কথায় স্পষ্টভাবে।

ইমনকে বলতে শোনা যায়, ‘বাংলা গান শুনে নাচতে ইচ্ছে করছে না? তাহলে বাড়ি চলে যাও। বাংলা গান ভালো না লাগলে পতলি গলি সে নিকাল যাও। শোনো আমাদের বাংলা গানে যে রশদ আছে, তা কোনওঅংশে কম নয়। শুধু ভাষাটাকে ভালোবাসতে হবে।’

এরপরই অবশ্য নিজেকে সামলে নেন। মজার ছলেই বলে ওঠেন ফের সেই দর্শকের দিকে তাকিয়েষ ‘তোকে তো আমি আমার গানে নাচাবই। তোরও চার চোখ। আমারও… আমরা এখন থেকে ভাইবোন।’

নিমেষে ভাইরাল এই ভিডিয়ো। যা দেখে অনেকেই ইমনের সমর্থন করেছেন তাঁকে। প্রশংসা করেছেন এভাবে বাংলা ভাষার পাশে থাকার জন্য। তবে কিছু মানুষ আবার বলছেন, ‘উনি কি অন্য রাজ্যে গেলেও বাংলাতেই কথা বলেন। নাকি বাংলা ছাড়া কোনও ভাষায় গান শোনে না। এসব বলে কাওকে ছোট করার কী দরকার ছিল! এরা ভক্তদের মানুষ বলেই ভাবে না।’

 

 

বন্ধ করুন