বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘এই কারণে কাজ হারাতে পারেন আপনি’, ইন্ডাস্ট্রিতে ভুল বোঝাবুঝি নিয়ে অকপট কার্তিক

‘এই কারণে কাজ হারাতে পারেন আপনি’, ইন্ডাস্ট্রিতে ভুল বোঝাবুঝি নিয়ে অকপট কার্তিক

মিস-কমিউনিকেশনের জেরে ইন্ডাস্ট্রিতে কাজ হারানো নিয়ে অকপট কার্তিক (PTI)

বলিউডে ভুল বোঝাবুঝি হয়েই থাকে, এরফলে কাজ হারানোর বিষয়ে আকপট কার্তিক।

ইন্ডাস্ট্রিতে ভুল বোঝাবুঝি নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। বলিউডে এসব চলতেই থাকে, এরফলে কাজ হারানোর বিষয়ে আকপট কার্তিক। গত বছর কার্তিককে ধর্মা প্রোডাকশনের ‘দোস্তানা ২’ থেকে বেরিয়ে আসতে হয়। ছবিতে জাহ্নবী কাপুরও রয়েছেন। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রযোজক করণ জোহর এবং অভিনেতার মধ্যে বিবাদের কারণে এমনটা ঘটেছিল।

মিস মালিনিকে কার্তিক জানিয়েছেন, ‘অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে ভুল বোঝাবুঝি হয়। শুধু এই ইন্ডাস্ট্রিতে নয়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এমন ঘটে। কখনও কখনও এটি আপনার জন্য ভালো হতে পারে, আবার কখনও কখনও এটির কারণে কাজ হারাতে পারেন আপনি। তবে আমি বিশ্বাস করি ইন্ডাস্ট্রি একটি ভালো পর্যায়ে যাচ্ছে, সম্ভবত ওটিটির কারণেও। এখন আমি শুধু ইন্ডাস্ট্রির উন্নতির কথাই ভাবি, আর কিছু না।’ আরও পড়ুন: জয়ের খুদে মেয়েকে ফ্লাইং কিস কার্তিকের, কিয়ারা কোলে উঠে আদর খেলেন ছোট্ট তারা

ইন্ডাস্ট্রির পরিবার থেকে না এলেও নিজেকে কখনও বহিরাগত মনে হয়নি কার্তিকের। অভিনেতার কথায়, ‘কোনও প্রোডাকশন হাউসে নিজেকে বহিরাগত বলে মনে হয়নি। সবাই আমার কাজে খুশি, আপনি রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই অনুভূতিগুলি পাবেন। আমি যখন বুঝতে পারি তখনই আমি সিদ্ধান্ত নিই, আমি তাঁদের সঙ্গে কাজ করব কি না।’

কার্তিক আরিয়ান আর করণ জোহরের মধ্যে তরজা গত বছরই প্রকাশ্যে এসেছিল। যেই কারণে ‘দোস্তানা ২’ থেকে সরে যেতে হয়েছিল অভিনেতাকে। ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিল কার্তিক আর জাহ্নবীর। তবে হঠাৎ জানা যায়, কার্তিকের ‘অপেশাদার’ মনোভাবের কারণে নাকি তাঁকে বাদ দিয়ে দিয়েছেন করণ। 

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলতে গিয়ে কার্তিক জানিয়েছেন, ‘আমি আমার কাজটা মন দিয়েছি। এটুকুই আমি বলতে পারি। আমার পরপর ছবির লাইন দেখলেও আপনি সেটা বুঝবেন।’ অভিনেতা আরও বলেন, ‘আসলে কি হয় আমরা মাঝে মাঝে ছোট বিষয়কে বাড়িয়ে ফেলি। এর থেকে বেশি কিছু বলার নেই এতে।'

কিয়ারা এবং কার্তিকের আসন্ন ছবি ‘ভুলভুলাইয়া ২’। পরিচালনায় অনিস বাজমি। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টাব্বু, রাজপাল যাদব এবং গোবিন্দ নামদেব। ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। সেই ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং বিদ্যা বালান। আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ২'।

বন্ধ করুন