বাংলা নিউজ > বায়োস্কোপ > Sweta-Rubel: রুবেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্বেতা! সোহাগ করে বললেন, ‘তুমি না থাকলে তো…’

Sweta-Rubel: রুবেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্বেতা! সোহাগ করে বললেন, ‘তুমি না থাকলে তো…’

প্রেম জমে ক্ষীর!

যব প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া…. ৯ বছরের সম্পর্কের স্মৃতি মুছে রুবেলের সঙ্গে নতুন স্বপ্ন দেখছেন শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় উঠে এল দুজনের খুল্লমখুল্লা প্রেমের ঝলক!

বেশ করেছি প্রেম করেছি! শ্বেতা-রুবেল হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন এই কথাটাই। কোনওরকম লুকোছাপা নয়, নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছেন ‘যমুনা ঢাকি’ জুটি। আপতত জি বাংলাতে দেখা যাচ্ছে দুজনকে, তবে আলাদা সিরিয়ালে। ‘নিম ফুলের মধু’তে মা-ভক্ত বরের চরিত্রে অভিনয় করছেন রুবেল, অন্যদিকে ‘সোহাগ জল’-এর জুঁই হিসাবে দর্শক মনে জায়গা করে নিয়েছেন শ্বেতা।

একটা সময় অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন শ্বেতা। ৯ বছর দীর্ঘ সেই সম্পর্কের কথাও নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন। তবে ‘নিজে ভালো থাকতে আর নিজের পরিবারকে ভালো রাখতে’ সেই সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী। এরপর বেশ কয়েক মাস ডুবে ডুবে জল খেয়েছেন শ্বেতা-রুবেল। তবে গত বছর পুজোর সময় নিজেদের প্রেমের কথা স্বীকার করে নেন তাঁরা। তারপর থেকে পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়া হোক বা একসঙ্গে সময় কাটানো– সবই এখন খুল্লমখুল্লা। আসলে দুজনের মনেই এখন ‘প্রজাপতি’ উড়ছে। নিন্দকরা যতই প্রকাশ্যে প্রেমের বহিঃপ্রকাশকে ‘আদিখ্যেতা’ বলে দেগে দিক, প্রেমিক জুটি থোড়াই কেয়ার করবে! এবার সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ল দুজনের ‘পিডিএ’।

সদ্যই অরিজিৎ সিং-এর ‘শায়েদ’ গানে একটি রিল ভিডিয়ো পোস্ট করেছে ‘সৃজন’ রুবেল। পোস্টের ক্যাপশনে গানের লাইন ধরা করেই রুবেল লিখেছেন–না চাইয়ে কুছ তুমসে জাদা, কুছ কম নেহি' (তোমার থেকে বেশি কিছুই চাই না, কম কিছুও চাই না)। প্রেমিকের এই রিলস ভিডিয়োর কমেন্ট বক্সে শ্বেতা জবাবে লেখেন, ‘জো তুম নেহি… তো হাম ভি নেহি’ (তুমি না থাকলে আমিও থাকব না)। সুতরাং বোঝাই যাচ্ছে দুজনের প্রেম জমে পুরো ক্ষীর!

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছেন রুবেলের সঙ্গে তাঁর সম্পর্কে শিলমোহর পরিবারের তরফে আগে এসেছে। আসলে দুই পরিবার ঘটকালি করে তাঁদের সম্পর্ককে জুড়ে দিয়েছে। রুবেলের সঙ্গে বহু পুরোনো পরিচয় শ্বেতার, একসঙ্গে নাচ শিখতেন দুজনে। ‘যমুনা ঢাকি’র সেটে সেই বন্ধুত্বেই নতুন রং লাগে। 

ওই সাক্ষাৎকারে শ্বেতা বলেন, ‘রুবেল আমার বন্ধু। ও আমার সবটা জানে। আমার অতীত। আমার ক্ষণিকের কোনও মুহূর্তের ভুল। ভালো-মন্দ সব জানে। এমনকী ওরটাও আমি জানি। আর এই কারণে একে-অপরকে মানতে অনেক সুবিধে হয়েছে। আমি এমন একজনকেই জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম যার কাছে আমি স্বচ্ছ থাকতে পারব। রাখঢাক করে কথা বলা আমার দ্বারা হয় না। আজকাল এরকম মানুষের খুব অভাব যে পুরো কথাটা শোনে, বোঝে। রুবেল বলে কম, শোনে বেশি। আমাদের মধ্যে বিশ্বাস আছে। ভরসা আছে। সম্মান আছে।’

নিজের অতীতের সম্পর্ক নিয়ে খারাপ কিছু বলতে চান শ্বেতা। নায়িকার কথায়, ‘ওটাও সত্যি। এক্স মানেই খারাপ তা নয়। এক্স মানেই তো এক্সপিরিয়েন্স। সম্পর্ক ভেঙেছে বলে মানুষটা খারাপ তা বলব না'। অভিনেত্রীর সংযোজন, ‘সোশ্যাল মিডিয়ায় এই ৯ বছরের সম্পর্ক নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট দেখেছি। দেখো প্রত্যেকের জীবনে ভালো থাকার অধিকার আছে। মা-বাবাকে ভালো রাখার ব্যাপার আছে। আর এইসব মাথায় রেখেই নতুনভাবে জীবন শুরু করার তাগিদ বলতে পারো।’

বন্ধ করুন