বাংলা নিউজ > বায়োস্কোপ > Ayan Mukerji and Ranbir Kapoor: ‘এখনও দুটো ছবি বাকি আছে কিন্তু!’ রণবীরের ‘বিরক্তি’ দেখে কীসের হুমকি দিলেন অয়ন

Ayan Mukerji and Ranbir Kapoor: ‘এখনও দুটো ছবি বাকি আছে কিন্তু!’ রণবীরের ‘বিরক্তি’ দেখে কীসের হুমকি দিলেন অয়ন

রণবীর এবং অয়ন

Ayan Mukerji and Ranbir Kapoor: সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, রণবীর আর রাজি নন ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রচারে। সেই প্রসঙ্গেই কি তাঁকে হুমকি?

এবার ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। আর তা নিয়েই হালে নতুন একটি ভিডিয়ো এসেছে। সেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন আলিয়া ভাট। সেখানে রণবীর কাপুরকে কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে। সেখানে তিনি অয়ন মুখোপাধ্যায়ের উপর বিরক্তি প্রকাশ করছেন। আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় রণবীরকে হুমকি দিলেন অয়ন। কী ঘটেছে ঘটনাটি?

‘ব্রহ্মাস্ত্র’ ওটিটি মাধ্যমে মুক্তির আগে চলছে তার জবরদস্ত প্রচার। সেই প্রচারের অংশ হিসাবেই রণবীরের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় এসেছে। সেখানে দেখা যায়, রণবীর বলছেন, তিনি আর ‘ব্রহ্মস্ত্র’-এর প্রচার করবেন না। ‘আমার দ্বারা হবে না। ব্রহ্মাস্ত্র নিয়ে আমার আর কিছু করার নেই, অয়ন মুখার্জির সঙ্গেও আমার আর কিছু করার নেই।’ এর পরে রণবীর বলেন, দু’দিন পরেই ওটিটি-তে আসবে ‘ব্রহ্মাস্ত্র’। তার মানেটা কী? ‘আবার প্রমোশন, ফের প্রমোশন! এত প্রমোশন করতে হচ্ছে, তত বার তো ছবি আলিয়াও শিবা-শিবা বলেনি। আমি নেচে নেচে ক্লান্ত, আলিয়ার গলা বসে গিয়েছে কেশরিয়া গেয়ে গেয়ে। এবার কী করব? সবার বাড়ি বাড়ি গিয়ে হাতজোড় করে বলব ব্রহ্মাস্ত্র দেখতে? কী বলব, আলো আসছে? আরে আলো এসে গিয়েছে। দীপাবলি এসে গিয়েছে। আর কত বলব?’

এর পরে রণবীর তাঁর ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে তুলে বলেন, ‘আমি বাবা হতে চলেছি, আমার জীবনের অন্যতম বড় মুহূর্ত। শুধু ব্রহ্মাস্ত্র নিয়ে আমার জীবন নয়।’ এর মধ্যেই হঠাৎ ফোন আসে অয়নের। আর ঠিক ১৮০ ডিগ্রি ঘুরে যান রণবীর। ফোন ধরেই বলেন, ‘হ্যাঁ হ্যাঁ, আমি প্রচার করব। সবাইকে দেখতে হবে ব্রহ্মাস্ত্র! দেখতেই হবে।’ এি বলে বালিশে মাথা ঠোকেন তিনি। 

বোঝা যায়, পুরোটাই প্রচারের কৌশল। সেই কৌশলেই অন্যভাবে অংশ নিয়ে অয়ন। তিনি নিজেও এই ভিডিয়োটি শেযার করছেন। আর লিখেছেন, ‘রণবীর, আশা করছি তুমি তোমার গোপন অ্যাকাউন্ট থেকে এই লেখাটা পড়ছো— তোমার জন্য কিন্তু এর পরে ব্রহ্মাস্ত্রের আরও দুটো পর্ব আছে। তাই আমার সঙ্গে ভালো ভাবে কথা বলো।’

অয়নের এই হুমকির পরেই হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছেন, এই মজার প্রচার কৌশল মনে ধরেছে তাঁদের। শুধু সাধারণ মানুষ নন বলিউডের প্রচুর সেলিব্রিটিও জানিয়েছেন, তাঁরাও ব্যাপক মজা পেয়েছেন এই ভিডিয়োগুলি দেখে। 

বন্ধ করুন