বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia-Priyanka: ‘তুমি আমাকে বাথরুমে নিয়ে যাবে তো’, মেট গালায় প্রিয়াঙ্কাকে দেখে হাঁফ ছাড়েন আলিয়া

Alia-Priyanka: ‘তুমি আমাকে বাথরুমে নিয়ে যাবে তো’, মেট গালায় প্রিয়াঙ্কাকে দেখে হাঁফ ছাড়েন আলিয়া

বিদেশে আলিয়ার সঙ্গী প্রিয়াঙ্কা (ছবি-রয়টার্স)

Alia-Priyanka: প্রথমবার মেট গালার আসরে যোগ দিয়েছিলেন আলিয়া। অচেনা পরিবেশে খাপ খাইয়ে নিতে কিন্তুবোধ হচ্ছিল অভিনেত্রীর। ফোন করেন প্রিয়াঙ্কাকে। কী কথা হয়েছিল দুজনের? ফাঁস করলেন রাহা-জননী। 

ফ্যাশনিস্তাদের সবচেয়ে বড় মঞ্চ মেট গালা (Met Gala 2023)। ফ্যাশনের এই মেলায় চলতিবার শামিল হয়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। এই প্রথম নিউ ইয়র্কে অনুষ্ঠিত মেট গালার মঞ্চে ডাক পেয়েছিলেন রণবীর ঘরণী। চলতিবার আলিয়ার পাশাপাশি মেট গালার রেড কার্পেটে দেখা মিলেছে প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra)। এই নিয়ে তিন নম্বরবার মেট গালার আসরে অংশ নিলেন পিগি চপস। দুই নায়িকা রীতিমতো ফ্যাশন গোলস দিয়েছেন। মেট গালার আসরে আলিয়া ও প্রিয়াঙ্কা দুজনের লুকই ছিল চোখ ধাঁধানো। সম্প্রতি এই ইভেন্ট নিয়ে মজার তথ্য ফাঁস করলেন আলিয়া। 

হলিউডের পরিচিত মুখ প্রিয়াঙ্কা। অন্যদিকে ‘দ্য হার্ট স্টোন’-এর সঙ্গেই হলিউড ডেবিউ সারতে চলেছেন আলিয়া। অনুষ্ঠানের এক বিহাইন্ড দ্য সিন ভিডিয়োয় আলিয়াকে বলতে শোনা গেল, ‘আমি প্রচন্ড পরিমাণে অস্বস্তিতে ভুগি, সামাজিকভাবে আমি খুব লাজুক স্বভাবের। পেশায় অভিনেত্রী হওয়ার দরুণ আমাকে সবসময় স্পটলাইটে থাকতে হয়, সবার মধ্য়মণি হতে হয়। যা খুব অদ্ভূত। গতকালই এটা নিয়ে আমার আর প্রিয়াঙ্কার কথা হয়েছিল। ও বলল, ‘তুমি এসেই আমাদের খুঁজে নিও’। আমি বললাম,'হ্যাঁ, কারণ তুমি আমাকে বাথরুমে নিয়ে যাবে, আমি একা সেখানে যেতে পারব না'।

ভোগ (Vouge)-এর তরফে এই ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। প্রসঙ্গত, শীঘ্রই ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া-প্রিয়াঙ্কা। মেট গালায় নেপালি ডিজাইনার প্রবাল গুরুং-এর সাদা রঙা বল গাউনে ধরা দিয়েছেন আলিয়া। এক লক্ষ মুক্তোখচিত সেই গাউনে ঝলমল করেছেন আলিয়া।

মেট গালা-র লুক শেয়ার করে আলিয়া ইনস্টায় লিখেছেন, ‘আমি সবসময়ই আইকনিক শ্যানেল ব্রাইডদের দ্বারা মুগ্ধ হয়েছি। বছরের পর বছর, কার্ল লেগারফেল্ডের প্রতিভা সবচেয়ে উদ্ভাবনী এবং বিস্ময় ও প্রেরণাদায়ক ফ্যাশন ইন্ডাস্ট্রির কাছে। আজকের রাতের আমার চেহারা তাঁর থেকে অনুপ্রাণিত হয়েছে এবং বিশেষ করে সুপারমডেল ক্লডিয়া শিফারের ১৯৯২-এর শ্যানেল ব্রাইডাল লুক থেকে।আমি এমন কিছু করতে চেয়েছিলাম যা খাঁটি মনে হয় এবং গর্বের সাথে এই পোশাক ভারতে তৈরি। ১ লাখ মুক্তো দিয়ে তৈরি করেছেন প্রবাল গুরুং। আমার প্রথম মেটে আপনার পোশাক পরতে পেরে আমি গর্বিত। একটি মেয়ের কাছে মুক্তো কখনোই বেশি হতে পারে না… আর সাজের সঙ্গে আনুষাঙ্গিক আমার চুলে থাকা ধনুকের মতো এই মুক্তোর ক্লিপটি।’

তিন নম্বরবার মেট গালার মঞ্চে হাই স্লিটের ভ্যালেন্টিনো গাউন পরে হাঁটলেন প্রিয়াঙ্কা। সঙ্গী স্বামী নিক জোনাস। নায়িকার উপর থেকে যেন চোখ ফেরানো দায়। প্রিয়াঙ্কা-আলিয়া ছাড়াও মুকেশ আম্বানি কন্যা ইশা আম্বানি এবং উদ্য়োগপতি নাতাশা পুনাওয়ালাও অংশ নেন মেট গালায়। 

 

বন্ধ করুন