এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং দক্ষিণী তারকা নাগা শৌর্য। তাঁর একটি ভিডিয়ো ঘিরে তোলপাড় নেটপাড়া। এক যুবককে প্রকাশ্যে রাস্তায় শালীনতার পাঠ পড়ালেন রুপোলি পর্দায় নায়ক, তাঁর এই কীর্তিতে মুগ্ধ নেটিজেনরা। ঠিক কী ঘটেছিল? এক যুবক প্রকাশ্য রাস্তায় কষিয়ে চড় মারে তার প্রেমিকাকে। সেইসময় ওইখানে দিয়ে যাচ্ছিলেন তেলুগু অভিনেতা নাগা শৌর্য। এই ঘটনা তাঁর চোখে পড়তেই মেজাজ হারান নায়ক।
হায়দরাবাদে রাস্তার মধ্যিখানে ওই যুবককে সহবত শেখালেন নাগা। প্রেমিকাকে চড় মেরে একফোঁটা অনুতপ্ত ছিল না ওই যুবক। ওই ব্যক্তি নাগাকে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তর্কাতর্কির জেরে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। তার হাত ধরে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আগে ওর কাছে ক্ষমা চেয়ে নাও। সরি বলো’। জবাবে ওই যুবক বলে, ‘সে আমার গার্লফ্রেন্ড’। এতেও নাছোড়বান্দা শৌর্য, তিনি পালটা বলেন- ‘প্রেমিকা হলেও ক্ষমা চাইতে হবে। তুমি ওকে রাস্তায় চড় মারবে কেন? সে তোমার প্রেমিকা হতে পারে কিন্তু তুমি ওর সঙ্গে এমন দুর্ব্যবহার করতে পারো না’। নাগা শৌর্যর জোরাজুরিতে শেষ পর্যন্ত ওই যুবক ক্ষমা চেয়ে নেয় প্রেমিকার কাছে। এই ভিডিয়োকে অভিনেতাকে বাহবা দিচ্ছেন নেটিজেনরা।
যদিও গোটা ঘটনায় ওই নির্যাতিতা যুবতীর আচরণ অনেককেই অবাক করেছে। নাগা গোটা ঘটনার প্রতিবাদ করবার সময় যখন পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে ওই যুবতী প্রেমিককে টেনে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই দৃশ্য অনেককেই হয়রান করেছে। তবে নাগা শৌর্যর প্রশংসায় পঞ্চমুখ সকলেই। একজন ভাইরাল ভিডিয়ো টুইট করে লেখেন, ‘একেই বলে বাস্তবের হিরো, নাগা শৌর্য তোমার জন্য গর্বিত’। কেউ কেউ ওই যুবকের সঙ্গে ‘অর্জুন রেড্ডি’র তুলনা টেনেছেন। একজন লেখেন, ‘রুপোলি পর্দার অর্জুন রেড্ডির বাস্তব প্রতিচ্ছবি’।
তবে নেটপাড়ার এক অংশ এই ভিডিয়ো দেখে সন্দেহ প্রকাশ করেছে এটি শৌর্যর আসন্ন ছবি ‘ফালানা আব্বয়ি ফালানা আম্মায়ি’ (Phalana Abbayi Phalana Ammayi)-র কোনও প্রচার কৌশল নয় তো? সেই ব্যাপারে এখনও কিছু স্পষ্ট হয়নি। এই ঘটনা নিয়ে মুখ খোলেননি নাগা শৌর্য। আগামী ১৭ই মার্চ মুক্তি পেতে চলেছে শৌর্য-মালবিকা নায়ার অভিনীত এই ছবি।