একটা সময় মনে করা হতো বহরমপুর অধীর রঞ্জন চৌধুরীর গড়। এবার তাঁর সেই গড়েই তাঁকে বিপুল ভোটে পরাজিত করলেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। তাও বিপুল ভোটে। এদিন প্রায় ৮৬ হাজার ভোটে জয়ী হন ইউসুফ পাঠান। তারপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
আরও পড়ুন: 'গত ২ ঘণ্টা ধরে কী চলছে?' আপডেট আসতে দেরি, ইলেকশন কমিশনের বিরুদ্ধে আওয়াজ তুলল কংগ্রেস
ভোটে জিতে কী জানালেন ইউসুফ পাঠান?
এদিন নির্বাচনে জয়ী হতেই ইউসুফ পাঠান জানান, 'খুব ভালো লাগছে। এই জয় আমাদের সবার। আমি খুব খুশি।' একই সঙ্গে তিনি অধীর রঞ্জন চৌধুরীর বিষয়ে বলেন, 'উনি সিনিয়র নেতা। আমি ওঁকে সম্মান করি। সম্মান করবও আগামীতে।'
আরও পড়ুন: ভোটের ফলাফল আগেই ভাইরাল শিলাজিতের ভিডিয়ো, দেবের প্রশংসায় বলেছিলেন, 'এরম রাজনীতিক আরও প্রয়োজন...'
তাঁর দেওয়া প্রতিশ্রুতি নিয়ে কথা বলতে গিয়েই ইউসুফ পাঠান বলেন তিনি সবার আগে বহরমপুরে স্পোর্টস আকাদেমি তৈরি করবেন যেমনটা কথা দিয়েছিলেন। তবে একই সঙ্গে তিনি জানান তিনি তাঁর বাড়িতে তাঁর পরিবারের কাছেই থাকবেন। কাজে দিল্লি যাবে। মাঝে মধ্যে সময় পেলে বাংলায় আসবেন। এদিন একই সঙ্গে ইউসুফ দাবি করেন বাংলা এখন তাঁর তৃতীয় বাড়ি হয়ে গেল। এখানকার মানুষজন তাঁর আপনজন। তাঁদের থেকে তিনি অনেক ভালোবাসা পেয়েছেন বলেও জানান।