সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে অথচ বাদো বাদি শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর! চাহাত ফতেহ আলি খানের এই গানটি মাত্র কয়েক দিনেই তার বেসুরে বেতালা গানের জন্য সকলের নজর কেড়েছিল। অল্প কয়েক দিনেই ২৮ মিলিয়ন ভিউজ হয়ে যায় এই ভিডিয়োটি। সোশ্যাল মিডিয়ায় যেমন জমিয়ে ট্রোল্ড হয়েছে গানটি, তেমনই মিম বানানো হয়েছে এই গান দিয়ে। কিন্তু বর্তমানে এই গানটি ইউটউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন?
চাহাত ফতেহ আলি খানের বাদো বাদি গানটি কেন ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়?
জানা গিয়েছে কপিরাইট ইস্যুর কারণেই ইউটিউব থেকে চাহাত ফতেহ আলি খানের বাদো বাদি গানটি ডিলিট করে দেওয়া হয়েছে। আসলে এই গানটি বেনারসি ঠগ ছবির জন্য নূর জাহান গেয়েছিলেন। মমতাজের লিপে শোনা গিয়েছিল সেই গানটি। আসল গানটির নাম আঁখ লাড়ি বাদো বাদি।
চাহাত ফতেহ আলি খান এই আইকনিক গানটির এই নতুন ভার্সন নিজের মতো গেয়ে চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশ্যে এনেছিলেন। ইউটিউবে আপলোড করেন গানটি। তারপরই হিট করে যায়। তবে টাইমস নাওয়ের একটি রিপোর্টে জানানো হয়েছে গত ৬ জুন ইউটিউবের তরফে এই গানটি সরিয়ে দেওয়া হয়েছে। চাহাত ফতেহ আলি খানের এই ভিডিয়োতে তাঁর সঙ্গে পাকিস্তানি অভিনেত্রী ওয়াজদান রাও রণঘরকে দেখা যাচ্ছে।
ইউটিউবে আপলোড হওয়ার পরই নজর কেড়েছিল গানটি। এবং দ্রুত সেই গান নিয়ে নানা মিম এবং মজার পোস্ট বানাতে দেখা গিয়েছেন নেটিজেনদের।
কিন্তু এই ভিডিয়োতে কেন পারফর্ম করেছেন পাকিস্তানি অভিনেত্রী?
ওয়াজদান এই বিষয়ে যা জানিয়েছিলেন সেটাই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে তুলে ধরা হয়েছে। সেখানে জানানো হয়েছে, অভিনেত্রী জানিয়েছেন, 'বাধ্য হয়ে আমি এখানে কাজ করেছি। আমার কাছে ইদের জামা কাপড় কেনার টাকা ছিল না। চুরি করার থেকে এটা ভালো মনে হয়েছে আমার।'
আরও পড়ুন: শাহরুখের এনজিও মীর ফাউন্ডেশনকে বিদেশ থেকে ডোনেশন নেওয়ার ছাড়পত্র দিল স্বরাষ্ট্রমন্ত্রক
কে এই চাহাত ফতেহ আলি খান?
চাহাত ফতেহ আলি খানের আসল নাম কাশিফ রানা। তিনি নিজের পরিচয় হিসেবে বলেন গায়ক, মিউজিসিয়ান, গান লেখক, অভিনেতা এবং পরিচালক।