কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজের বিয়ে নিয়ে নানা মুনির নানা মত। তবে এরমধ্যেই অনেক ইউটিউবার রোস্ট করে ভিডিয়ো বানিয়ে ফেলেছেন। এবার সেই দলে নাম লেখালেন জনপ্রিয় ইউটিউবার অ্যামিউজিং ঋ। আর শুধু নাম লেখালেন বললে ভুল হবে, নিজস্ব ঢঙে ছড়া কেটে চালালেন কটাক্ষ।
‘শ্রাবন্তী মাতার দীক্ষা নিয়ে কাঞ্চন পরপর তিনটে বিয়ে করে’… এমন লাইন দিয়েই শুরু হল রোস্টিং। অনেকেই দাবি তুলছেন, কীভাবে এরকম চেহারা নিয়ে একটার পর একটা বিয়ে করছেন কাঞ্চন? সেই জবাবে ঋ বলছেন, ‘আমার সরু চেহারা নিয়ে যতই দাও খোঁটা, আমি রোগা তাতে কী, টাকার ব্যগটা মোটা’!
আরও পড়ুন: রবিবার ১০ কোটির ব্যবসা! হৃতিকের 'ফাইটার'-এর পর ইয়ামির ‘আর্টিকেল ৩৭০’ও নিষিদ্ধ উপসাগরীয় সব দেশেই
নেটপাড়ায় আরও একটা মিম খুব চলছে। যেখানে সলমন আর কাঞ্চনের ছবি ব্যবহার করা হয়েছে পাশাপাশি। বলা হচ্ছে, জিমে গিয়ে বডি বানিয়ে কী লাভ সলমনের। কাঞ্চন যেখানে এই ফিগারেও চারটে বিয়ে করতে পারে। ঋ-এর ভিডিয়োতে সেই প্রসঙ্গও এল। এবার তিনি ছড়া কাটলেন, ‘ধান গম ছড়িয়ে দেব, পায়রা খাবে খুঁটে, আসল জিনিস ঠিক থাকলেই মেয়ে আসবে ছুটে’!
মাত্র ১দিন আগে শেয়ার করা সেই ভিডিয়ো ইউটিউবে ভিউজ পেল জমিয়ে। সাড়ে চার লাখের বেশিবার দেখা হয়েছে সেটি। এক নেটিজেন কমেন্ট করলেন, ‘এই ভিডিওটার অপেক্ষায় ছিলাম ফাটিয়ে দিয়েছো Rii Didi’। আরেকজনের মন্তব্য, ‘রাতের বেলায় সেই মাম্মার সাথে হবে ছাম্মা ছাম্মা… উফফফ কী দিলে গো’। তৃতীয়জনের মন্তব্য,' দিদি গো হাসতে হাসতে শেষ।'
আরও পড়ুন: ‘প্রিয় ধারাবাহিক’ জগদ্ধাত্রী, ‘প্রিয় পরিবার’ ফুলকি, সেরা নায়ক-নায়িকা-জুটি হল কারা
২০২১ সালে কাঞ্চনের দেওয়া একাধিক সাক্ষাৎকারের ভিডিয়ো ক্লিপিংস শেয়ার করা হয়েছে। যখন অভিনেতার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ছুটছিলেন থানায়। বরের উপর ‘পরকীয়ার’ অভিযোগও তুলেছিলেন তিনি। তখন অবশ্য, কাঞ্চন আর শ্রীময়ীর দাবি ছিল কোনওরকম রোম্যান্টিক সম্পর্কে নেই তাঁরা। একে-অপরের বন্ধু, পথ প্রদর্শক।
আরও পড়ুন: ফিরে আসতে বলার উপায় নেই, স্বপ্নে এসো’, মায়ের জন্য পোস্ট টলি গায়িকার, বলুন তো কে
তবে বছর দুয়েক যেতে না যেতে, কাঞ্চন আর পিঙ্কির ডিভোর্স ফাইনাল হতেই, বিয়ে করে নেন তাঁরা। আপাতত ১৪ ফেব্রুয়ারি হয়েছে আইনি বিয়েটা। ৬ মার্চ সামাজিক বিয়ের কথা চলছে।