আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রীকে নিয়ে ঝামেলা এবং বিতর্কের অন্ত নেই। তিনজন মিলে গতবার বিগ বস হাউজে গিয়েছিলেন। সেখানে তাঁদের রোজকার ঝামেলা অশান্তি, গল্প দেখে শুনে তিতিবিরক্ত হয়ে গিয়েছিল দর্শক। কেউ কেউ আবার যদিও মজাও পেয়েছেন। এবার এ হেন বিগ বস খ্যাত ইউটিউবার আবার বাবা হতে চলেছেন। তাও পঞ্চমবারের জন্য। ভাবছেন তাঁর দুই স্ত্রীর মধ্যে আবার কে গর্ভবতী হলেন? তাহলে জানাই আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা মালিকের সন্তান হবে। নিজেরাই তাঁরা এদিন এই খবর প্রকাশ্যে এনেছেন।
আরও পড়ুন: 'অনেক ভুল করেছি, কাউকে দোষারোপের...' রিহ্যাব থেকে বেরিয়েই নিজেকে শুধরে নেওয়ার বার্তা নোবেলের
কী জানা গেল?
একই বাড়িতে দুজ স্ত্রীকে নিয়ে থাকেন আরমান মালিক। রয়েছে তাঁদের চার সন্তানও। এবার আসছে পঞ্চমজন। আর সেই খবর এদিন তাঁরা নিজেরাই সকলের সঙ্গে ভাগ করে নিলেন। যে ব্লগ পোস্ট করেছেন কৃতিকা সেখানে দেখা যাচ্ছে তিনি আগে সেই খুশির খবর অনুরাগীদের দিচ্ছেন তারপর সেটা গিয়ে আরমানের সঙ্গে ভাগ করছেন। দ্বিতীয় আবার মা হতে চলেছে শুনে যারপরনাই খুশি ইউটিউবার। তবে আরমান যতই খুশি হন না কেন তাঁর পরিবারের লোকজন এই খবর শুনে রীতিমত হতচকিত হয়ে গিয়েছেন, যে এটা কীভাবে সম্ভব হতে পারে!
পায়েল মালিক অর্থাৎ আরমান মালিকের প্রথম স্ত্রী যখন জানতে পারেন যে কৃতিকা আবারও মা হতে চলেছেন তখন প্রথমে তিনি সেটা বিশ্বাস করেননি। তবে আরমান নিজে এসে যখন বড় বউকে খুশির খবর দেন তখন তিনি যে সেটা কেবল বিশ্বাস করেছেন সেটা নয়, আনন্দে রীতিমত লাফিয়ে উঠেছেন।
আরমান মালিকের পরিবার
এই বিষয়ে বলে রাখি আরমান মালিক এবং পায়েল মালিকের তিন সন্তান আছে। কৃতিকা এবং আরমানের একটিই সন্তান আছে, দ্বিতীয় সন্তান আসছে। ২০১৮ সালে তিনি কৃতিকাকে বিয়ে করেন। বর্তমানে তাঁরা সকলে একসঙ্গে একই বাড়িতে থাকেন। তাঁদের তিনজনকেই বিগ বস OTT ৩ এ দেখা গিয়েছিল।