অনেকেই ভাবেন জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক আসলে মুসলিম। কিন্তু সেটা ঠিক নয়। আর অনুরাগীদের এই ভুল ধারণা ভেঙে দিলেন খোদ আরমান। জানালেন তিনি হিন্দু। একই সঙ্গে জানালেন তিনি কেন আর কবে তাঁর জন্মসূত্রে পাওয়া নাম বলেছিলেন।
আরও পড়ুন: 'একটা সময় এমন এসেছিল যখন আমি সম্পূর্ণ একা হয়ে...' বিগ বস OTT ৩ জয়, তবুও কেন এমনটা বললেন সানা?
আরও পড়ুন: 'সন্তান - মা - স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই...' কাঁদতে কাঁদতে রণবীরকে কেন এমনটা বলেছিলেন আমির?
কী জানালেন আরমান?
বিগত কিছুদিন ধরেই চর্চা চলছে আরমান মালিক এবং তাঁর দুটো বিবাহ থেকে শুরু করে তাঁর ধর্ম নিয়ে। এবার তিনি জানালেন তিনি হিন্দুই। মুসলিম নন, যেটা অনেকেই ভাবছেন। একই সঙ্গে জানান আরমান তাঁর আসল নাম নয়। তাঁর জন্মসূত্রে আলাদা নাম ছিল যেটা তিনি বদলেছিলেন। প্রায় ১৪ বছর আগে কাজের জন্য তিনি তাঁর নাম বদলান বলেই জানান আরমান।
আরমানের কথায়, 'আমি হিন্দু। অনেকেই আমার নাম দেখে ভুল ভাবেন।' এই জনপ্রিয় ইউটিউবার খোলসা করে আরও জানান তাঁর জন্মসূত্রে পাওয়া নাম হল সন্দীপ মালিক। তিনি প্রায় ১৪ বছর আগে তাঁর নন বদলে ছিলেন।
প্রসঙ্গত আরমান মালিক হামেশাই চর্চায় থাকেন তবে দুই স্ত্রীর কারণে। তিনি দুজনকে বিয়ে করে দুজনের সঙ্গেই সংসার করছেন। আর সেই জন্যই তাঁকে নানা কটাক্ষের মুখে পড়তে হয়। বিশেষ তাঁকে এবং কৃতিকাকে সমালোচনার মুখে পড়তে হয় পায়েলকে কষ্ট দেওয়ার জন্য। তাঁরা তিনজন সম্প্রতি বিগ বসে অংশ নিয়েছিলেন। তারপরই আরও বাড়ে তাঁদের জনপ্রিয়তা।