একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল 'কাভি সওতান কাভি সহেলি'-র কথা মনে আছে? কৃতিকা মালিকা আর পায়েল মালিকের বন্ধুত্ব হার মানাবে কোনও সিরিয়ালের চিত্রনাট্যকেও। ইউটিউবার আরমান মালিকের দুই স্ত্রী-র বন্ধুত্ব দেখলে অবাক হবে যে-কেউ।
গত বছরের শেষেই সুখবর দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই পরিবার। জানা গিয়েছিল একই সঙ্গে অন্তঃসত্ত্বা আরমানের দুই স্ত্রী। অবশেষে বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিন ফুটফুটে পুত্র সন্তানের মা হলেন আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা। আরমান ও তাঁর প্রথম স্ত্রী পায়েলের এক পুত্র সন্তান রয়েছে নাম চিরাউ মালিক। ফের একবার ছেলের মুখ দেখলেন তিনি।
নিজেদের জীবনের প্রতিটি খাস মুহূর্ত ইউটিউবে তুলে ধরে এই পরিবার। এবারও তার ব্যতিক্রম হয়নি। পায়েলের সন্তানের জন্ম দেওয়ার আগের সব মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে তাঁরা। সতীনের মা হওয়া নিয়ে পায়েলের উচ্ছ্বাস দেখে ভিরমি খাচ্ছেন অনেকেই। পায়েল নিজেও প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন। সেই অবস্থাতেও ভোরবেলা মধুর বোতল হাতে ‘গোলু’ (কৃতিকার ডাক নাম)-র কাছে ছুটছেন তিনি। খুদে সদস্যর আগমন যেন সবরকম রীতি মেনে হয় সেই খেয়ালও রাখছেন পায়েল। লেবার রুমে যাওয়ার আগে কৃতিকাকে সাহস জোগানো থেকে, তাঁর ছেলেকে প্রথম দেখতে ছুটে যাওয়া। সতীনের এই কীর্তি দেখে হাঁ নেটিজেনরা। অনেকেরই প্রশ্ন, ‘বাস্তবে এমনটাও সম্ভব?’
ইউটিউবে আরমানের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৩০ লক্ষ। নেটিজেনদের সকলেই পায়েলের আচরণের প্রশংসা করেছেন। একজন লেখেন, ‘সতীনের সন্তানকে এমনভাবে সাদরে কতজন গ্রহণ করতে পারে? পায়েল সত্যি বড় মনের মানুষ’। অপর একজন লেখেন, ‘ছোট সোনাকে দেখে পায়েলের চোখে-মুখে যে খুশি ছিল, সেটা নকল নয়। ভাইকে পেয়ে চিরাউ খুব খুশি। ভালো থাকুক তোমাদের পরিবার’।
সোশ্যাল মিডিয়া সেনসেশন আরমানের দুই স্ত্রী। ইনস্টাগ্রামে কৃতিকার ফলোয়ার সংখ্যা ৫৩ লক্ষ, অন্যদিকে পায়েলকে ফলো করেন ৩৫ লক্ষ নেটিজেন। একসঙ্গে করওয়া চৌথ পালন থেকে, ছুটি কাটাতে যাওয়া কিংবা শপিং- হামেশা হাসিমুখে লেন্সবন্দি হন পায়েল-কৃতিকা। কৃতিকার পর খুব শীঘ্রই দ্বিতীয়বার মা হবেন পায়েল। যমজ সন্তানের জন্ম দেবেন পায়েল।
দুই বউকে নিয়ে এক ছাদের তলায় বাস করা আরমান মালিক ও তাঁর পুরো পরিবার অনেক সময়ই ট্রোলের শিকার হন। তবে সেই নিয়ে কুছ পরোয়া নেই তাঁদের, সুখে সংসার করছেন দুই সতীনে।
আরমানের আসল নাম সন্দীপ, হরিয়ানার ছেলে সে। ২০১১ সালেই সাত পাকে বাঁধা পড়েছিলেন সন্দীপ-পায়েল। এরপর ২০১৮ সালে ধর্ম পালটে কৃতিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সন্দীপ। পায়েলের বান্ধবী কৃতিকাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন আরমান। এবং ৬ দিনের মধ্যেই পায়েলের সম্মতিতেই বিয়ে করেন কৃতিকাকে। এখন দুই সতীন সুখে সংসার করলেও শুরুর দিকে বিষয়টা এতটা মসৃণ ছিল না।
পায়েলের পরিবার জামাইয়ের দ্বিতীয় নিয়ে আপত্তি তোলে, এবং সন্দীপের কথায় বাপের বাড়ির লোকজনের প্ররোচনায় পায়েল একটা সময় তাঁর সঙ্গে সম্পর্ক ভাঙতে চেয়েছিল। সেই সময় দিল্লির এক ছয় তলা বিল্ডিং-এ উঠে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন সন্দীপ ওরফে আরমান। ২০ ঘন্টা ধরে চলেছিল সেই হাই-ভোল্টেজ ড্রামা। এরপর দিল্লি পুলিশ এসে পরিস্থিতি সামলায়। ঘটনা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের। এখন সব দ্বন্দ্ব ভুলে দুই সতীন সুখে সংসার করছেন।