বিগত ২ বছর ধরে ইউটিউবের দুনিয়াতে রীতিমতো রাজত্ব করছেন আরমান মালিক। দুই বউ পায়েল ও কৃতিকাকে নিয়ে থাকেন একই ছাদের তলায়। প্রথম স্ত্রী পায়েলের বেস্ট ফ্রেন্ড কৃতিকাকে বিয়ে করেন আরমান। সেই বিয়ে করতে মুসলিম ধর্মও গ্রহণ করেছিলেন। আপাতত তাঁদের ৪ সন্তান।
সম্প্রতি সিদ্ধার্থ কান্ননের পডকাস্টে এসেছিলেন পায়েল, কৃতিকা আর আরমান। মাত্র বছর দুয়েক হল পা রেখেছেন ইউটিউবের দুনিয়াতে। আর এসেই চমকে দেন সকলকে। দুই বউকে নিয়ে এক ছাদের তলায় থাকা, এক বিছানায় শোওয়া-র মতো ঘটনা সত্যিই বিরল।
আরও পড়ুন: ত্রিকোণ প্রেমে রণবীর-আলিয়া-ভিকি! লাভ অ্যান্ড ওয়ার নিয়ে বড় আপডেট বনশালির
মালিক পরিবারের সম্পত্তি দেখে রীতিমতো চোখ ছানাবড়া হয় নেটিজেনদের। যা নিয়ে প্রায়ই তাঁরা ভিডিয়ো শেয়ার করে থাকেন। দামি দামি গাড়ি, ফ্ল্যাট, বাংলো-- কী নেই তাঁদের। সিদ্ধার্থ কন্ননের প্রশ্নের জবাবে আরমান জানালেন, ‘চন্ডিগড়ে ১০ তলার ফ্ল্যাট রয়েছে আমার। প্রথম ৪ তলায় আমরা থাকি। বাদবাকি ৬ তলার মধ্যে রয়েছে আমার মিউজিক স্টুডিয়ো, যেখানে আমার গানের শ্যুট করি। বাদবাকি আমার সঙ্গে কাজ করে যারা তারা থাকে। ৬ জন ক্যামেরাম্যান, ২জন ড্রাইভার, ৯জন কাজের লোক, আরও অনেকে। মোট ৪০ জন।’
আরও পড়ুন: ‘শেষ হয়ে গিয়েছে…’! আদৃত-কৌশাম্বির বিয়েতে না আসা, প্রথমবার মুখ খুললেন সৌমিতৃষা
এই শুনে রীতিমতো অবাক হন সিদ্ধার্থ। ঘুরিয়ে প্রশ্ন করেন, তাহলে এই মুহূর্তে আপনাদের মোট সম্পত্তি কত? প্রথমে সেই প্রশ্নের জবাব এরিয়েই যেতে চেয়েছিলেন আরমান। জবাব দেন, ধন বলতে যা আছে… ঠিকঠাক জিএসটি দেই। তবে সিদ্ধার্থের জোরাজুরিতে জানান, ১০০-২০০ কোটির মালিক তিনি। আর এই পুরো আয়ই হয়েছে ইউটিউব থেকে। আর মাত্র আড়াই বছরে।
আরও পড়ুন: কেন সুমনা বাদ নেটফ্লিক্সে আসা কপিলের শো-তে? ভুরি-র জবাব, ‘আমার কাছে এর উত্তর…’
২০১১ সালেই সাত পাকে বাঁধা পড়েছিলেন সন্দীপ-পায়েল। তাঁদের এক পুত্র সন্তানও হয়। তবে এরপর সেই ছেলের দুই বছরের জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন পায়েলের বান্ধবী কৃতিকা। আর কৃতিকাকে দেখে প্রেমে পড়ে যান সন্দীপ। দুই বউকে একসঙ্গে রাখতে মুসলিম ধর্ম গ্রহণ করেন। নাম বদলে রাখেন আরমান।
এরপর পায়েলের পরিবার এই বিয়ে নিয়ে আপত্তি তোলে। আরমানের ঘর ছেড়েও চলে গিয়েছিলেন পায়েল ছেলেকে নিয়ে। তবে ফিরে আসেন আরও সেই বরের ঘরেই। একসঙ্গে থাকতে শুরু করেন ৩জন মিলে। ২০২২ সালে পায়েল জন্ম দেন দুই যমজ সন্তান আয়ান আর তুবার। আর কৃতিকার কোলে আসে ছেলে জায়েদ।