ইউটিউবার আরমান মালিকের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কোনও অন্ত নেই। বিশেষ করে দুই বউ, পায়েল আর কৃতিকাকে নিয়ে কীভাবে যৌনজীবন চলে তাঁর, তা নিয়ে পড়ে নানা ধরনের কমেন্ট। নানা ধরনের কমেন্টও পড়ে সেখানে। জানতে চাওয়া হয়, দুই বউকে নিয়ে একসঙ্গেই কি রাত কাটান ইউটিউবার আরমান?
সম্প্রতি সিদ্ধার্থ কান্ননের পডকাস্টে এসে খোলাখুলি তা নিয়ে আলোচনা করতে দেখা গেল আরমানকে। সিদ্ধার্থ প্রশ্ন রাখেন, ‘ভাই ভিডিয়োতে দেখেছিলাম তুমি একটা বড় খাট বানিয়েছ? আমি জানতে চাই তোমরা রাতে কীভাবে শুতে যাও’। এতে আরমান জবাব দেন, ৩ জন একসঙ্গে ছেলে চিকুকে নিয়ে শোবেন বলে বড় খাট বানিয়েছিলেন। তবে এখন আরও ৩ সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। তাই সেই খাটে আর জায়গা হয় না। বড় খাটে এখন ছেলে চিকুর সঙ্গে ঘুমোয় পায়েল আর কৃতিকা। আর আলাদা ঘরে ঘুমোন আরমান।
আরও পড়ুন: বিয়ের ৬ বছর, ১ ছেলের মা! বউ ঋদ্ধিমার হাতের স্পেশাল এই খাবারের প্রশংসায় পঞ্চমুখ গৌরব
এতে বেশ মস্করাই করেন সিদ্ধার্থ। এমনকী, একা শুতে হয় বলে সমবেদনাও জানাতে দেখা যায় তাঁকে। যদিও এরপর দুষ্টুমি ভরা জবাব আসে আরমানের কাছ থেকে। বলে ওঠেন, ‘বাচ্চা ঘুমিয়ে পড়ল। এবার যে ইচ্ছে আমার কাছে আসতে পারে।’ তাহলে কোন বউ কবে বরের সঙ্গে রাত কাটাবে কীভাবে ঠিক হয়। জবাবে পায়েল জানান, পালা করে তাঁরা বরের কাছে রাতে শুতে যান। আর যে আলাদা শোয় তাঁর দায়িত্ব থাকে চিকুকে স্কুলের জন্য তৈরি করা, অন্য ৩ বাচ্চার দেখভাল।
এখানেও না থেমে সিদ্ধার্থের পরের প্রশ্ন ছিল, হঠাৎ করে রোম্যান্সের শখ হলে কী করেন পায়েল-কৃতিকা-আরমান? তাতে আরমান ও পায়েল জবাব দেন, তখন চলে যান আলাদা ঘরে। যদিও এসব যৌনগন্ধী আলোচনায় ভাগ নিলেন না লজ্জায় লাল হওয়া কৃতিকা।
আরও পড়ুন: ‘লোকে বলে ভালো জিনিস…’! মিঠাই রানির প্রেম নিয়ে চর্চা, ইনস্টায় কী ইঙ্গিত সৌমিতৃষার
এর আগে ভারতী সিং-এর শো-তেও এই নিয়ে কথা বলেছিলেন আরমান। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ভ্লগার হওয়া সত্ত্বেও আমি আমার ভিডিয়োতে দুই বউয়ের সঙ্গে কাটানো একান্ত মুহূর্ত শেয়ার করিনি কখনও। তাহলে এতদিনে আমার সাবস্ক্রাইবার সংখ্যা ১০০ মিলিয়ন হয়ে যেত। আমার ভিডিয়োতে কখনোই আপনি দেখতে পারবেন না একই বিছানায় ঘুমনো বা একে অপরকে আলিঙ্গন করার দৃশ্য। বাড়িতে থাকা বাচ্চাদের কথা মাথায় রেখেই এগুলোকে কখনও ফোকাস করা হয়নি’।
আরও পড়ুন: সেটে আসতে দেরি করত সলমন-ঐশ্বর্য… হাম দিল দে চুকে সনমের সহকর্মী কী ফাঁস করলেন?
২০১১ সালে আরমানের বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। এরপর পায়েলেরই বেস্ট ফ্রেন্ড কৃতিকাকে বিয়ে করেন আরমান ২০১৮ সালে। দুই বউকে একসঙ্গে রাখতে সেই সময় ইসলাম ধর্মও গ্রহণ করেন তিনি। ততদিনে জন্ম হয়ে গিয়েছিল পায়েলের প্রথম সন্তান চিকু ওরফে চিরায়ুর। ২০২৩ সালে আরমানের দুই বউই জন্ম দিয়েছে ৩ সন্তানের। পায়েলের কোলে আসে যমজ ছেলে-মেয়ে তুবা আর আয়ান। আর কৃতিকা জন্ম দেন পুত্র সন্তান জায়েদের।