কেরলের এক জনপ্রিয় ইউটিউবার দম্পতির দেহ এদিন তাঁদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁদের প্রাথমিক অনুমান হয়তো এই যুগল আত্মহত্যাই করেছেন।
কী ঘটেছে?
কেরলের পরসল্লা শহরে রবিবার, ২৭ অক্টোবর এক ইউটিউবার যুগলের দেহ উদ্ধার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করছে যে তাঁরা হয়তো আত্মহত্যা করেছেন। গোটা বিষয়টাই তাঁদের পড়শিদের তরফে পুলিশকে জানানো হয়েছে বিগত কয়েকদিন ধরে তাঁদের দেখতে না পাওয়ার পর।
পরসল্লা পুলিশের তরফে জানানো হয়েছে মৃতদের নাম সেলভারাজ এবং প্রিয়া। ৪৫ বছর বয়সী সেলভারাজের দেন ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তাঁরা। অন্যদিকে বিছানায় পড়েছিল প্রিয়ার দেহ। পুলিশের তরফে জানানো হয়েছে আনুমানিক ২ দিন আগে হয়তো তাঁদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তাঁদের দেহ। তবে সঠিক ভাবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে।
এই যুগল অর্থাৎ সেলভারাজ এবং প্রিয়া বহুদিন ধরেই একটি ইউটিউব চ্যানেল চালান। তাঁদের সেই চ্যানেলের নাম সেল্লু ফ্যমিলি। ১৪০০ এর বেশি ভিডিয়ো আছে তাঁদের চ্যানেলে। রয়েছে ১৮০০০ এর মতো সাবস্ক্রাইবার। ইউটিউবে তাঁদের যে শেষ ভিডিয়ো আছে সেটি একটি ৫৫ সেকেন্ডের শর্টস যেখানে তাঁদের বেশ কিছু ছবির কোলাজ দেখা যাচ্ছে। শুক্রবার রাতে তাঁরা সেটা পোস্ট করেছেন।
আরও পড়ুন: ‘ইরাবতীর চুপকথা’র পর ফের ছোট পর্দায় ফিরছেন মনামী ঘোষ! কোন সিরিয়ালে দেখা মিলবে নায়িকার?
পুলিশ আপাতত এই কেসের তদন্ত করছে।