জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির একটি চার বছর পুরানো ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেটি নিয়ে আবার নতুন করে আলোচনা এবং আগ্রহ তৈরি হয়েছে। তার অন্যতম কারণ হল ভিডিয়োটি বাংলাদেশকে নিয়ে বানানো। সেখানে ধ্রুব রাঠি বাংলাদেশের শান্তিপূর্ণ এবং প্রগতিশীল দিকগুলিকে দেখিয়েছিলেন। কিন্তু বর্তমানে যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে বাংলাদেশের যে ছবি ধ্রুব তুলে ধরেছিলেন তা অনেকাংশেই পরিবর্তন হয়েগিয়েছে।
চাকরির কোটা নিয়ে বাংলাদেশে প্রথম ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল। তারপর সেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। অশান্তির পরিমাণ বাড়তে থাকে। ফলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন তারপর দেশ ছাড়েন।
আরও পড়ুন: ট্রেলার লঞ্চের সময় কেন সাংবাদিকের উপর চটে ছিলেন জন? নিজের মুখেই জানালেন নায়ক
এই সপ্তাহের শুরুতে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন। তারপর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ করা হয়।
ধ্রুব রাঠির পুরানো ভিডিয়োটিতে দেখা গিয়েছে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও হ্যাপিনেস ইনডেক্সের স্কোরের জন্য তিনি প্রশংসাও করছে। আর সেই ভিডিয়োটি বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও আবার নতুন করে তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন।
আরও পড়ুন: লিঙ্গভেদ দূর করতে স্ত্রীয়ের পরামর্শে CJI ডিওয়াই চন্দ্রচূড় কোন পদক্ষেপ নিলেন?
ভিডিয়োটি শেয়ার করে পুনাওয়ালা লেখেন, 'তাহলে আপনি বাংলাদেশের এমন একটি মডেলের প্রশংসা করেছেন যেটি মাত্র ৪ বছরেই ব্যর্থ হয়েছে এবং আপনার মতে ভারতের খারাপ মডেল যেটি ছিল সেটি কিন্তু এখনও টেকসই। হয় আপনি বোকা, না হলে আপনি এটি করেছেন মোদীজির বিষয়ে কুৎসা করার জন্য। আপনি ইউটিউবে ভিডিয়ো করেন এবং আপনার বোবা অনুগামীদের এইসব ব্যাখ্যা করেন।'
২০২০ সালে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির উপর আলোকপাত করে ভিডিয়োটি তৈরি করেছিলেন ধ্রুব রাঠি। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নারীর ক্ষমতায়নের উন্নতিতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে, 'দ্য রিয়েল বাংলাদেশ: এ পিসফুল অ্যান্ড প্রগ্রেসিভ নেশন' এই শিরোনামে ভিডিয়োটি পোস্ট করেছিলেন।
ধ্রুব রাঠি পুনাওয়ালার পোস্টের প্রতিক্রিয়ায় জানান, ভিডিয়োটি চার বছর আগে তৈরি করা হয়েছিল এবং সেই সময়ে বাংলাদেশের পরিস্থিতির একটি সঠিক চিত্রই প্রদান করা হয়েছিল। ধ্রুব রাঠি লেখেন, 'এটি একটি ৪ বছরের পুরানো ভিডিয়ো। এই ভিডিয়োতে যা বলা হয়েছে তা সর্বশেষ তথ্যের ভিত্তিতে সঠিক ছিল। আপনি শুধুমাত্র এটিকে প্রেক্ষাপটের বাইরে শেয়ার করে, আপনার অনুগামীদের বিভ্রান্ত করার চেষ্টা করে নিজের বোকামির প্রমাণ দিয়েছেন।'