বাংলা নিউজ > বায়োস্কোপ > জন্মদিন পালন করতে মেট্রো স্টেশনে অনুরাগীদের ভিড়! গ্রেফতার ইউটিউবার গৌরব তানেজা

জন্মদিন পালন করতে মেট্রো স্টেশনে অনুরাগীদের ভিড়! গ্রেফতার ইউটিউবার গৌরব তানেজা

গ্রেফতার গৌরব তানেজা।

ইনস্টাগ্রামে নিজের জন্মদিন পালনের পরিকল্পনা জানান গৌরব। বলেন, তাঁর জন্মদিন পালনের জন্য আস্ত একটি এনএমআরসি মেট্রো কোচ বুক করা হয়েছে।

ভেবেছিলেন ধুমধাম করে জন্মদিন পালন করবেন। সেই মতোই করেছিলেন পরিকল্পনা। আর তাতেই বিপাকে ইউটিউবার গৌরব তানেজা।

নয়ডার মেট্রো স্টেশনে অনুরাগীদের নিয়ে ভিড় জমিয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তাঁর বিরুদ্ধে। এই কাজের জন্য গ্রেফতার হতে হয় 'ফ্লায়িং বিস্ট' নামে জনপ্রিয় এই ইউটিউবারকে।

ইনস্টাগ্রামে নিজের জন্মদিন পালনের পরিকল্পনা জানান গৌরব। বলেন, তাঁর জন্মদিন পালনের জন্য আস্ত একটি এনএমআরসি মেট্রো কোচ বুক করা হয়েছে। কোনও দ্বিধা না করে অনুরাগীদের আসার বার্তাও দেন তিনি।

এর পরেই নয়ডার সেক্টর ৫১ মেট্রো স্টেশনে কাতারে কাতারে জমা হয় গৌরবের অনুরাগীরা। জানা যায়, প্রচণ্ড ভিড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে। বিষয়টি জানতে পেরে সেখানে পৌঁছয় সেক্টর ৪৯-এর পুলিশ। পরিস্থিতি সামাল দিয়ে কমানো হয় ভিড়।

সিআরপিসির ১৪৪ ধারা জারি করার পর হেফাজতে নেওয়া হয় গৌরবকে। দু'ঘণ্টা মতো সেখানে থাকতে হয় তাঁকে। নিয়ম অমান্যের কারণে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে।

বন্ধ করুন