'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট'-এর সেই বিতর্কিত পর্বের ভিডিয়োটি ইউটিউব সরিয়ে দিয়েছে, যেখানে পডকাস্টার রণবীর আল্লাবাদিয়া ‘মা-বাবার যৌনতা’ নিয়ে অশ্লীল মন্তব্য করেছিলেন। বিগত কয়েকদিনে এই ব্যাপারটা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। সূত্রের খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নোটিশ পাওয়ার পর ইউটিউব ভিডিয়োটি সরিয়ে দিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) সদস্য প্রিয়ঙ্ক কানুনগোও ইউটিউব থেকে ভিডিয়োটি সরিয়ে নেওয়ার আবেদন করেছিলেন।
আরও পড়ুন: মিষ্টি বাঙালি গায়িকা, একসময় সোনু নিগমের সঙ্গে রটে প্রেম-জল্পনা! কোটির সম্পত্তি বরের, বলুন তো কে?
৩১ বছর বয়সী এই পডকাস্টার, যার ইনস্টাগ্রামে ৪.৫ মিলিয়ন ফলোয়ার এবং ১.০৫ কোটি ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে, রোস্টিং শো-তে গিয়ে আশালীন মন্তব্য করে বসেন। বিয়ারবাইসেপস গাই নামে পরিচিত এই সোশ্যাল মিডিয়া স্টার সময় রায়নার সঞ্চালনায় ইন্ডিয়া'স গট ল্যাটেন্টের একটি পর্বে উপস্থিত হয়েছিলেন। আর অনুষ্ঠানের একটি ছোট ক্লিপ, যা এখন ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, তিনি একজন প্রতিযোগীকে জিজ্ঞাসা করছেন, ‘তুমি কি তোমার বাবা-মাকে সারা জীবন প্রতিদিন যৌন মিলন করতে দেখতে চাও, নাকি একবার এতে যোগ দিয়ে চিরতরে বন্ধ করে দিতে চাও?’
আরও পড়ুন: ৫ম বিয়ের পথে পরীমনি? ২৮ বছর বয়সী বাংলাদেশী গায়ক শেখ সাদীকে নিয়ে জল্পনা তুঙ্গে, কে তিনি
এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই ব্যাপক বিতর্কের জন্ম দেয়। আর শেষমেশ ক্ষমাও চান তিনি। একটি ভিডিয়োবার্তা শেয়ার করে বলেন, ‘একেবারেই মজাদার ছিল না, আমার মন্তব্য ভুল ছিল। কমেডি আমার বিষয় নয়। আমি শুধু বলতে চাই আমি খুব দুঃখিত। অনেকেই জিজ্ঞসা করেছেন যে এই ধরনের প্রশ্ন আমি আমার পডকাস্টের জন্য ভাবি কিনা, তাঁদের বলি আমি কখনওই এই ধরনের প্রশ্ন করার কথা ভাবি না।’
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ফোন, এসএসকেএমে অত্যন্ত সংকটজনক প্রতুল মুখোপাধ্যায়, কী হয়েছে?
তিনি আরও যোগ করেন, ‘আমি যা করেছি তা ঠিক প্রমাণ করতে, নিজের স্বপক্ষে আমি কোনও যুক্তি দেব না, যা ঘটেছে তা ঘটা উচিত ছিল না। আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। কমেডির ক্ষেত্র আমার জন্য নয়। তবে সব ধরনের, সব বয়সের মানুষ আমার পডকাস্ট দেখেন। আর কখনও কারুর পরিবারকে আমি অশ্রদ্ধা করতে চাই না।’
প্রসঙ্গত, সময় রায়নার শোয়ের এই পর্বে রণবীর আলাহাবাদিয়া ছাড়াও ছিলেন আশিষ চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্বা মুখিজা।