নেটদুনিয়ায় জুড়ে জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া ওরফে ‘বিয়ারবাইসেপস’-এর প্রশ্ন ঘিরে উঠেছে নিন্দার ঝড়। কমেডিয়ান সময় রায়নার ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে দেখা গিয়েছিল রণবীরকে। সেখানেই এক প্রতিযোগীকে মজার ছলে বাবা মায়ের যৌনতা নিয়ে প্রশ্ন করেন তিনি। শুধু তাই নয় সেই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সময় রায়না সহ অন্যান্যরা। এমন প্রশ্ন করে বসেন রণবীর যা শুনে হতবাক হয়ে যান নেটিজেনরা। নেটদুনিয়া জুড়ে শুরু হয় জোর চর্চা। সেই ঘটনার পর তাঁর নামে অভিযোগও দায়ের করা হয়। তবে নিজের এই কাজের জন্য লজ্জিত রণবীর এবার ভিডিয়ো পোস্ট করে ক্ষমা চাইলেন।
রণবীরের ক্ষমা চাওয়ার ভিডিয়ো
রণবীরের বর্তমানে ইউটিউব জগতের একটি গুরুত্বপূর্ণ মুখ। তাঁর অনুরাগীর সংখ্যাও প্রায় কোটির ঘরে। তাঁর মুখে এই প্রশ্ন! তাই স্বাভাবিক ভাবেই চটেছেন নেটিজেনরা। তবে এবার তিনি ক্ষমা চেয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট-এ আমার ওইসব বলা উচিত হয়নি। আমি দুঃখিত।'
আরও পড়ুন: ‘ছেলেবেলার পর প্রথম…’, ছুরির কোপে রক্তাক্ত হন সইফ, হাসপাতালে ছেলের জন্য ঘুমপাড়ানি গান ধরেন শর্মিলা!
ভিডিয়োয় তিনি বলেন, 'একেবারেই মজাদার ছিল না, আমার মন্তব্য ভুল ছিল। কমেডি আমার বিষয় নয়। আমি শুধু বলতে চাই আমি খুব দুঃখিত। অনেকেই জিজ্ঞসা করেছেন যে এই ধরনের প্রশ্ন আমি আমার পডকাস্টের জন্য ভাবি কিনা, তাঁদের বলি আমি কখনওই এই ধরনের প্রশ্ন করার কথা ভাবি না। আমি যা করেছি তা ঠিক প্রমাণ করার পক্ষে আমি কোনও যুক্তি দেব না, যা ঘটেছে তা ঘটা উচিত ছিল না। আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। কমেডির ক্ষেত্র আমার জন্য নয়। তবে সব ধরনের, সব বয়সের মানুষ আমার পডকাস্ট দেখেন। আর কখনও কারুর পরিবারকে আমি অশ্রদ্ধা করতে চাই না। আমি আমার মতো করে আরও ভালো করে কাজ করার চেষ্টা করি, আর সেটাই করব। তবে আমি নির্মাতাদের এই ভিডিয়োটি সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আর সব শেষে আবারও বলতে চাই আমি খুব দুঃখিত, আশাকরি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।'
কী কী মন্তব্য করেছেন নেটিজেনরা?
তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভরে গিয়েছে নানা কমেন্টে। একজন লেখেন, ‘এই দুঃখ প্রকাশটা একটা নাটক মাত্র। আর সবাই এটা জানে যে তোমার কিছুই হবে না।’ আর একজন লেখেন, ‘ভিডিয়ো থেকে নোংরামি মুছে ফেলতে বলেছেন, কিন্তু মন থেকে সেটা কীভাবে মুছে ফেলবেন?’ আর একজন লেখেন, ‘বাবা-মা অত্যন্ত শ্রদ্ধার পাত্র, তাঁরা জীবনদাতা এবং তাঁরা সন্তানদের জীবনে ঈশ্বরের ভূমিকা পালন করেন। তাঁদের ত্যাগ, ভালোবাসাকে সম্মান করা উচিত। ক্ষমা তো দূর, আপনি যা বলেছেন তা ভুলতে পারা যাবে না।’
আরও পড়ুন: শিল্পা রাওয়ের সঙ্গে গেয়ে মঞ্চ মাতালেন এড শিরান! কোন তামিল গান শোনালেন রকস্টার
প্রতিযোগীকে কী জিজ্ঞেস করেছিলেন রণবীর?
‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর ওই ভাইরাল ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে প্রতিযোগীতায় অংশ নিতে আসা ওই প্রতিযোগীকে রণবীর জিজ্ঞাসা করছেন, ‘আপনি কি আপনার মা-বাবাকে সারা জীবন যৌনমিলনে লিপ্ত হতে দেখতে চান? নাকি তাতে একবার যোগ দিয়ে সেটাকে সারা জীবনের মতো বন্ধ করে দিতে চান?’ রণবীরের মুখে এই প্রশ্ন শুনে স্বাভাবিক ভাবেই অপ্রস্তুত হয়ে পড়েন প্রতিযোগী। তখন সময় রায়না বলেন, 'এগুলো সব ওঁর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।' বাকিদের আবার বলতে শোনা যায়, ‘কী দারুণ একটা প্রশ্ন।’ সময় রায়নার শোয়ের এই পর্বে রণবীর আলাহাবাদিয়া ছাড়াও ছিলেন আশিষ চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্বা মুখিজা।