টলিউডের খুদে স্টার ইউভানের ভিডিয়ো ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার রাজ চক্রবর্তী ছেলের ভিডিয়ো শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। যা মন কেড়ে নিয়েছে সকলের।
হাঁটি হাঁটি পা পা তো সেই কবেই শিখে গিয়েছে ইউভান! ১৫ মাসের একরত্তি এখন ফুটবল খেলাও শিখে গিয়েছে। ঘরের মধ্যেই ছোট ছোট পায়ে লাথি দিচ্ছে ফুটবলে। এমনকী, বাড়িতে আসা এক বিশেষ অতিথিকেও নিজের সঙ্গী বানিয়ে নিয়েছে সে!
ভাবছেন নতুন কে এল রাজ-বাড়িতে? ইউভানের সাথে ফুটবল খেলতে দেখা গেল বরখা বিস্ত সেনগুপ্তকে। সায়ন্তনীর বিয়েতে কলকাতায় এসেছিলেন বরখা। সেখান থেকেই ঘুরে যান রাজ চক্রবর্তীর বাড়িতে। আর খুদে ইউভানের সাথে জমিয়ে ফুটবলও খেলেন। সেখানেই হাজির ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। সোফায় বসে ছিলেন রাজ চক্রবর্তীর মা। নাতির কীর্তিকলাপ জমিয়ে উপভোগ করলেন তিনিও।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ইউভানের ফোটো-ভিডিয়ো শেয়ার করে থাকেন রাজ আর শুভশ্রী। কিছুদিন আগে বাবার সাথে ইউভানের এক্সারসাইজ করার একটি ভিডিয়োও খুব ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে ছেলেকে উৎসাহ দিচ্ছিল মা শুভশ্রীও!
নীল রঙের পুলওভার, কালো প্যান্টে দেখা মিলল এদিন ইউভানের। লাল-হলুদ ফুটবল নিয়েই খেলা করছে সে। গোলাপি রঙের পোশাকে দেখা মিলল বরখার। আর শুভশ্রী পরেছিলেন সাদা রঙের টি-শার্ট ড্রেস।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ইউভানের ফোটো-ভিডিয়ো শেয়ার করে থাকেন রাজ আর শুভশ্রী। কিছুদিন আগে বাবার সাথে ইউভানের এক্সারসাইজ করার একটি ভিডিয়োও খুব ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে ছেলেকে উৎসাহ দিচ্ছিল মা শুভশ্রীও!
নীল রঙের পুলওভার, কালো প্যান্টে দেখা মিলল এদিন ইউভানের। লাল-হলুদ ফুটবল নিয়েই খেলা করছে সে। গোলাপি রঙের পোশাকে দেখা মিলল বরখার। আর শুভশ্রী পরেছিলেন সাদা রঙের টি-শার্ট ড্রেস। |#+|