পনি, মান্নান মঙ্গল এবং মহালক্ষ্মীর মতো একাধিক সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তামিল অভিনেতা যুবনরাজ নেথ্রু। গত ৬ মাস ধরে টানা ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে জীবনাবসান হলো এই অভিনেতার।
অভিনেতার মৃত্যুর বিষয়টি তাঁর বন্ধু ডিঙ্গু একটি ফেসবুক পোস্ট-এর মাধ্যমে নিশ্চিত করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, আমার বন্ধুর আকস্মিক মৃত্যুতে আমি ভীষণ মর্মাহত। শান্তিতে বিশ্রাম নাও, আমার বন্ধু। যুবরাজের এই মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে না পড়তেই অভিনেতার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে শোকের পরিবেশ।
আরও পড়ুন: কোনও সেফটি বেল্ট ছাড়াই বহুতল থেকে ঝাঁপ মারলেন উরফি! কী হল হঠাৎ, চিন্তায় ভক্তরা
ডিঙ্গুর ফেসবুক পোস্টে এক ভক্ত লিখেছেন, রিপ, মিস ইউ। অন্য একজন লিখেছেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না। তৃতীয় ব্যক্তি লিখেছেন, বিশ্রাম করুন প্রিয় যুবরাজ, ভীষণ মিস করবো তোমার হাসি, তোমার রান্না, তোমার নাচ, তোমার অভিনয়। চতুর্থ ব্যবহারকারী লিখেছেন, এই মৃত্যু সত্যি ভীষণ বেদনাদায়ক।
দীর্ঘ কেরিয়ার জীবনে শুধুমাত্র পজেটিভ নয়, নেগেটিভ রোলেও অভিনয় করেছেন যুবনরাজ। একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করার সুবাদে সেই চরিত্রেই পরিচিত হয়ে গিয়েছিলেন যুবনরাজ। তবে শুধু টেলিভিশন নয়, একাধিক তামিল সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেও জনপ্রিয়তার দিক থেকে নায়কদেরও পেছনে ফেলে দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: হৃতিকের পরিবারের অন্দরের কথা এবার ওয়েব মাধ্যমে! আসছে দ্য রোশনস, দেখা যাবে কোথায়?
আরও পড়ুন: সুইমস্যুটের আড়াল থেকে উঁকি মারছে 'নতুন ট্যাটু'! উষ্ণতা ছড়িয়ে নুসরত লিখলেন, 'রিয়েলিটি চেক!'
মাস্তানা মাস্তানা নামক একটি নাচের রিয়ালিটি শোয়ে, প্রথম পুরস্কার জিতে একটা আলাদাই ফ্যান বেস তৈরি করেছিলেন যুবরাজ। তামিল চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী দীপা মুরুগানকে বিয়ে করেন এই অভিনেতা, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীর পাশে ছিলেন। তাঁদের দুই সন্তান রয়েছে, অবেয়া ও অঞ্চনা।
যুবনরাজের কন্যা অবেয়া ইতিমধ্যেই বাবার দেখানো পথেই এগিয়েছেন, টিভি সিরিয়ালের একজন সুপরিচিত অভিনেত্রী তিনি। যুবনরাজের মৃত্যু নিঃসন্দেহে তামিল ইন্ডাস্ট্রির একটি অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে চিরজীবন।