ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগে। তবুও তাঁর যে জীবনযুদ্ধ, যেভাবে ক্যানসারের সঙ্গে লড়াই করার সময়তেই ছিনিয়ে এনেছিলেন ওয়ার্ল্ডকাপের ট্রফি, তা নিয়ে এখনও প্রশংসা করে মানুষ। হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। দুই বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। এখানেই শেষ নয়, টি ২০ বিশ্বকাপে হাঁকিয়েছিলেন ছয় বলে ছয় ছক্কা।
এবার সেই মানুষটারই জীবনের গল্প দেখতে পারব আমরা বড় পর্দায়। সরকারিভাবে যুবরাজ সিংহের বায়োপিক নির্মাণের কথা ঘোষণা করা হল। ভূষণ কুমার এবং রবি ভাগচাঁদকা যুবরাজ সিং ঘোষণা করলেন ক্রিকেট তারকাকে বড় পর্দায় তুলে ধরার। তাঁর সিনেমার কেরিয়ারের সরাংশ হতে চলেছে এই সিনেমা। ব্যক্তিগত জীবনের ছাপও থাকবে।
আরও পড়ুন: ‘যেন চোখ দিয়ে গিলে খাবে…’! কতটা নিরাপদ মহিলারা? RG Kar ইস্যুর পর সরব RJ Priyanka
২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন তিনি। আক্রমণাত্মক বাম-হাতি ব্যাটিং এবং বৈদ্যুতিক ফিল্ডিং দিয়ে ভক্তদের মন জয় করে নেন। ২০১১ সালের বিশ্বকাপ জয়ে তাঁর অবদান কোনওদিন ভোলার মতো নয়। তবে সেই সময়ই মারণ রোগ থাবা বসিয়েছিলতাঁর শরীরে। তবে ২০১২ সালে তিনি ফিরে আসেন ক্যানসারকে হারিয়ে।
টি সিরিজের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে যুবরাজের বায়োপিক ঘোষণা করে লেখা হয়, '২২ গজ থেকে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কিংবদন্তির জীবন ফিরে দেখা। যুবরাজ সিংহের হার না মানা মনোভাব ও সাফল্যের গল্প খুব জলদিবড় পর্দায় আসতে চলেছে।'
আরও পড়ুন: পাঠানের ‘ভিলেন’ জনকে ভীষণ দামি একটি উপহার দেন শাহরুখ খান, জানেন কী সেটা?
টি সিরিজ়ের মতো বড় ব্যানারে যুবরাজের বায়োপিকতৈরি হবে শুনে বেশ উৎসাহিত এই ক্রিকেটারের ভক্তরা। যদিও এখনও পর্যন্ত এর নাম, মুখ্য চরিত্রে কারা থাকবেন তা জানা যায়নি। প্রযোজকরা জানিয়েছেন খুব জলদিই তাঁরা সমস্ত কিছু খোলসা করবেন।
আরও পড়ুন: 'বিচ্ছিন্ন ঘটনা' বলেও আরজি কর কাণ্ডের প্রতিবাদ সৌরভ-ডোনার, পথে না নেমেও কী করলেন
ইতিমধ্যেই যুবরাজের সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনি, কিংবদন্তি সচিন তেন্ডুলকর, প্রাক্তন ভারতীয় অধিনায়ক আজহারউদ্দিনকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে। হয়েছে কপিল দেবের বায়োপিক। মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীকে নিয়েও সিনেমা তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়। ঘোষিত হয়ে রয়েছে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। তবে এই সিনেমাটি বছর ৩ আগে ঘোষিত হলেও, সঠিক তথ্য এখনও মেলেনি কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে।
এরই মাঝে যুবরাজের বর্ণময় জীবন নিয়ে সিনেমার খবর নিঃসন্দেহে চমকপ্রদ।