যুবরাজ সিং নিজে একজন ক্যানসার সারভাইভার। কর্কট রোগের সঙ্গে লড়াই করে জিতে ফিরে আসার পর একটি এনজিও তৈরি করেছেন, নাম ইউ উই ক্যান ফাউন্ডেশন। সম্প্রতি সেই এনজিওর তরফে স্তন ক্যানসার নিয়ে সতর্কতা ছড়ানো হয়। আর সেই সতর্ক বার্তা দেখে সচেতন হওয়ার বদলে হেসে খুন নেটপাড়া।
আরও পড়ুন: ফের পিছিয়ে যাচ্ছে রঘু ডাকাতের শ্যুটিং? ধোঁয়াশায় ঢাকছে দেবের ছবির ভবিষ্যৎ, কিন্তু কেন?
কী ঘটেছে?
যুবরাজের এনজিওর তরফে স্তন ক্যানসার নিয়ে যে সতর্কবার্তা পোস্ট করা হয়েছে সেখানে স্তনকে কমলালেবুর সঙ্গে তুলনা করা হয়েছে। আর তাতেই বিরক্ত হয়েছে নেটপাড়া।
আরও পড়ুন: সন্তানের নাড়ি কাটছেন খোদ ইউটিউবার! ভিডিয়ো পোস্ট করতেই পুলিশের দ্বারস্থ তামিল নাড়ুর স্বাস্থ্য দফতর
সেই বিতর্কিত বিজ্ঞাপনে লেখা হয়েছে, 'প্রতি এক মাসে আপনার কমলালেবুগুলি চেক করান।' তাঁরা প্রথম স্টেজেই ব্রেস্ট ক্যানসার চিহ্নিত করা এবং তার দ্রুত চিকিৎসার কথা ভেবে এবং এই মারণ রোগ প্রতিরোধ করার জন্য এই বিজ্ঞাপন দিয়েছিলেন। কিন্তু ভাষার চয়নে খুশি নয় নেটিজেনরা। এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে অল্প বয়সী মহিলারা হাতে ঝুড়ি ধরে দাঁড়িয়ে আছেন, তাতে কমলালেবু রাখা। দিল্লি মেট্রোতেও এই বিজ্ঞাপনগুলো লাগানো হয়েছে।
কী বলছে নেটপাড়া?
এই বিজ্ঞাপনের ছবি তুলে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাষা নিয়ে কটাক্ষ করেন। সেখানে লেখা হয়, 'একটা দেশে স্তন ক্যানসার নিয়ে কী করে সচেতনতা বাড়বে যদি আমরা স্তনকে স্তনই না বলতে পারি। দিল্লি মেট্রোতে দেখলাম এটা। এটার মানে কী? কমলালেবু দেখুন, এটা কী ভাষা? কারা এসব বিজ্ঞাপন বানায়?'
এই পোস্টে এক ব্যক্তি লেখেন, 'ছি ছি কী লজ্জার!' আরেকজন লেখেন, 'যুবরাজ সিং দয়া করে এই বিজ্ঞাপনটা সরান। খুবই বিরক্তিকর।' কেউ কেউ আবার দিল্লি মেট্রোকে তুলোধোনা করেছেন এমন বিজ্ঞাপন দিতে অ্যালাও করায়।
প্রসঙ্গত যুবরাজ সিং নিজেই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ২০১১ সালে। ২০১২ সালে ঘোষণা করা হয় তিনি কর্কট রোগকে সম্পূর্ণ নির্মূল করতে পেরেছেন।